কণ্ঠশিল্পী আকবর লাইফ সাপোর্টে

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ০২:৪৬ | আপডেট: ০৯ নভেম্বর ২০২২ | ০২:৪৯
‘ইত্যাদি’র মাধ্যমে পরিচিতি পাওয়া গায়ক আকবরের অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়ছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।
আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তাঁর ডান পা নষ্ট হওয়ায় তিন সপ্তাহ আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যায় বলে জানান তার স্ত্রী।
তার আগে আকবরকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল।
কানিজ ফাতেমা জানিয়েছেন, ‘আকবর এতোদিন আইসিইউতে ছিলো। কিন্তু এখন উনার অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। তাই লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে । সবাই আকবরের জন্য দোয়া করবেন। '
দীর্ঘদিন ধরে অসুস্থ আকবর আলী গাজী ডায়াবেটিস ও কিডনির জটিলতা জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
রিক্সা চালক থেকে ‘ইত্যাদি’র মাধ্যমে দেশ বিদেশে গায়ক হিসেবে পরিচিতি পান আকবর। ইত্যাদিতে তার গাওয়া গান ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে’- কিশোর কুমারের গানটি গেয়ে জনপ্রিয়তা পান তিনি।
- বিষয় :
- গায়ক আকবর
- অসুস্থ
- লাইফ সাপোর্টে