ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তামিম-আশরাফুল-সারিকাদের নিয়ে বিজ্ঞাপন

তামিম-আশরাফুল-সারিকাদের নিয়ে বিজ্ঞাপন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২ | ০৫:৫০ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ | ০৫:৫০

ক্রিকেটার সাকিব আল হাসান নিয়মিতই বিজ্ঞাপনের শুটিং করে থাকেন। খেলার মাঠের বাইরে সাকিবের মতো তামিম ও আশরাফুলও বিজ্ঞাপন অঙ্গনের পরিচিত মুখ।

সম্প্রতি এই তামিম ও আশরাফুলকে নিয়ে নির্মিত হলো নতুন বিজ্ঞাপন। আর এটি নির্মাণ করলেন তরুণ নির্মাতা মুনতাসির আকিব। এই পরিচালকের বিজ্ঞাপনে সারিকাকেও দেখা যাবে।

নির্মাতা জানালেন বিজ্ঞাপনটি ডিসেম্বরে প্রচারে আসবে। 

নির্মাতা আরও জানান, গতানুগতিক গল্পের বাইরে গিয়ে তাদের নিয়ে বিজ্ঞাপনগুলো বানানো হয়েছে। যাতে গল্প পাবেন দর্শকরা। 

এদিকে বিজ্ঞাপন ছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে হাতেখড়ি হয়েছে এ নির্মাতার। কাজের স্বীকৃতিস্বরূপ লন্ডন ফিল্ম ফেস্টিভালে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্মাননা পেয়েছেন আকিব।

আরও পড়ুন

×