ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাইলসের কেউ-ই ভার্চুয়াল হিরো হতে চাই না: হামিন

মাইলসের কেউ-ই ভার্চুয়াল হিরো হতে চাই না: হামিন

হামিন আহমেদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২ | ০০:৩৩ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ | ০০:৩৮

হামিন আহমেদ। তারকা কণ্ঠশিল্পী ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের [বামবা] সভাপতি। সম্প্রতি প্রতি বছর ব্যান্ড সংগীত দিবস পালনের পাশাপাশি উৎসব করার ঘোষণা দেয় বামবা। দেশজুড়ে সংগঠনটির নানা আয়োজনের প্রস্তুতি ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-

'বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২'-এ কেমন সাড়া পেলেন?

দর্শক প্রতিক্রিয়া প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। পুরো স্টেডিয়াম ছিল দর্শকে ভরা; প্রতিটি গানের সঙ্গে তাঁদের উল্লাস, উচ্ছ্বাসে মেতে ওঠার যে দৃশ্য- তা কখনও ভুলে যাওয়ার নয়। আমাদের বিশ্বাস ছিল, 'বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২' সফলভাবে শেষ করতে পারব এবং সেটা পেরেছি।

বিশ্বকাপ ফুটবলের এই মৌসুমে কনসার্টে দর্শক টেনে নিয়ে আসা কঠিন হবে বলে মনে হয়নি?

এ নিয়ে খুব একটা ভাবতে হয়নি। কারণ আমরা জানি, এ দেশের মানুষ কতটা গান পাগল। দেশীয় ব্যান্ডগুলোর কাছেও তাঁদের প্রত্যাশার কমতি নেই। তাই ব্যান্ড সংগীতের ৫০ বছর পূর্তির এই আয়োজনে দর্শক ভিড় করবেন- এই বিশ্বাস ছিল। তাই বিশ্বকাপ উন্মাদনার মধ্যেও ২ ডিসেম্বর অগণিত দর্শক ভিড় জমিয়েছিলেন ঢাকা আর্মি স্টেডিয়ামে। টিকিট কেটে একসঙ্গে এত দর্শক কবে কনসার্টে গেছেন ঠিক মনে পড়ে না।

ঘোষণা দিয়েছেন- প্রতি বছর ব্যান্ড দিবস পালন এবং সংগীত উৎসব করবে বামবা। ধারাবাহিকভাবে প্রতি বছর এটা সম্ভব?

অসম্ভব মনে হলে কখনও এই ঘোষণা দিতাম না। বামবা এখন আগের চেয়ে সক্রিয়। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলায় ব্যান্ড সংগঠনগুলো আমাদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের পাশে থাকায় বামবাকে দেশজুড়ে নানা আয়োজনের প্রেরণা, সাহস ও শক্তি জোগাচ্ছে। তাই প্রতি বছর ১ ডিসেম্বর 'ব্যান্ড সংগীত দিবস' পালন ও ডিসেম্বরের প্রথম শুক্রবার 'ব্যান্ড সংগীত উৎসব' করার জন্য আমরা প্রস্তুত।

অনেক দিন ধরে রয়্যালিটি আন্দোলন করে আসছেন। এই আন্দোলন কতটা সফল হলো?

আমি যখন কোনো কাজ শুরু করি, তার সাফল্য না দেখে পিছপা হই না। রয়্যালিটি আন্দোলন থেকেও শিল্পী ও মিউজিশিয়ানদের অধিকার আদায়ে অনেকটা সফল হয়েছি। যে কোনো নীতিমালা বাস্তবায়নের কিছু প্রক্রিয়া থাকে। সেটির কিছু কাজ বাকি, যা শেষ হলে আর কাউকে রয়্যালিটির জন্য আন্দোলন করতে হবে না।

মাইলসের চার দশক পূর্তিতে দেশ-বিদেশে ধারাবাহিক কনসার্ট করলেন। কিন্তু নতুন গান প্রকাশ না করার কারণ?

মাইলসের বেশ কিছু গান তৈরি করা আছে। কিন্তু কীভাবে কোন প্রক্রিয়ায় তা প্রকাশ করব- এটি নিয়ে ভাবতে হবে। নতুন কিছু করলে তা আন্তর্জাতিক লেভেল থেকেই প্রকাশ করতে চাই।

নিজের কোনো একক গান নিয়ে ভাবছেন?

আপাতত ভাবছি না। এটা সত্যি যে, এখন ভার্চুয়াল জগতে অনেকেই হিরো, যা ইচ্ছা করে যাচ্ছে। কিন্তু বাস্তব জগতে পা রাখলেই দেখা যাচ্ছে তারা কতটা মেধাশূন্য। আমি বা আমার ব্যান্ড মাইলসের কেউ-ই এমন ভার্চুয়াল হিরো হতে চাই না। তাই যে কোনো সময় যে কোনো প্রক্রিয়ায় গান প্রকাশ করতে চাই না। শুরু থেকেই প্রতিটি কাজে মান ও মেধার ছাপ তুলে ধরার চেষ্টা করেছি।

আরও পড়ুন

×