ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কলকাতার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘জেকে ১৯৭১’

কলকাতার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের  ‘জেকে ১৯৭১’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২ | ০১:৫০ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ | ০৪:২৮

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তার জন্য জ্যঁ কুয়ে বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে নির্মিত ছবি ‘জেকে ১৯৭১’ অংশ নিচ্ছে। খবরটি সমকালকে জানিয়েছেন ছবিটির পরিচালক ফাখরুল আরেফিন খান। 

নির্মাতা জানান, এরই মধ্যে ছবিটি বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছে। তারই ধারাবাহিকতায় কলকাতা উৎসবে অংশ নিচ্ছি। ফরাসি যুবক জ্যঁ কুয়েকে মানুষের ভালোবাসার জায়গায় নিয়ে যেতে চেয়েছি। সেই চেষ্টা আমাদের সার্থক হয়েছে।’

তিনি আরও জানান, উৎসবে দেশ–বিদেশের পরিচালক, সমালোচক থাকবেন, দেশের অনেক দর্শক সিনেমাটি দেখবেন।

উৎসবের নন্দন-২ প্রেক্ষাগৃহে ১৯ ও ২০ ডিসেম্বর ছবিটির দুটি শো হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা। 

১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ‘সিটি অব কুমিল্লা’ নামের একটি বোয়িং-৭২০বি বিমান প্যারিস অরলি বিমানবন্দরে অবতরণ করে। ১৭ জন যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে বিমানটি লন্ডন থেকে প্যারিস, রোম ও কায়রো হয়ে করাচি যাবে। এর মধ্যে পাঁচজন যাত্রী প্যারিস থেকে উঠবে। ওই পাঁচজনের সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বোয়িংটিতে উঠে বসেন ২৮ বছর বয়সী যুবক জ্যঁ কুয়ের। পাইলট আকাশে ওড়ার প্রস্তুতি হিসেবে বিমানটি চালু করতেই পকেট থেকে পিস্তল বের করে জ্যঁ ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন। কেউ তার নির্দেশ অমান্য করলে সঙ্গে থাকা বোমা দিয়ে পুরো বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি দেন তিনি। ওয়্যারলেসটি কেড়ে নিয়ে নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্দেশে জ্যঁ নির্দেশ দেন, বিমানটিতে ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী তুলে তা যুদ্ধাহত ও বাংলাদেশী শরণার্থীদের কাছে পৌঁছে দিতে হবে। দীর্ঘ ৬ ঘণ্টা ধরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে বোঝানোর চেষ্টা করেও তার সিদ্ধান্ত থেকে একচুলও নাড়াতে পারেনি। সেই ঘটনাই এবার পর্দায় তুলে এনেছেন ‘ভুবন মাঝি’ ও ‘গণ্ডি’র নির্মাতা ফাখরুল আরেফীন খান। 

ছবিটি ইতিমধ্যে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এ ছাড়া আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল প্রমুখ।

আরও পড়ুন

×