বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, সঙ্গে ৬ ব্যান্ডের পরিবেশনা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২ | ০০:৪০ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ | ০০:৪০
চলছে বিশ্বকাপ ফুটবলের জমকালো আসর। বিশ্বের অগণিত ফুটবলপ্রেমী মেতে উঠেছেন উল্লাসে। ফিফা বিশ্বকাপের ২২তম আসরে বাংলাদেশও পিছিয়ে নেই; পাড়া-মহল্লায় হইচই চলছে। দর্শকের জন্য এবারের আসরের কোয়ার্টার ফাইনাল থেকেই সব ম্যাচ বড় পর্দায় সরাসরি দেখার ব্যবস্থা করেছে একটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান।
এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে এ আয়োজন করা হলেও ফাইনাল ঘিরে থাকছে অন্য রকম আয়োজন। সরাসরি খেলা দেখার পাশাপাশি দর্শক উপভোগ করতে পারবেন কনসার্ট। ১৮ ডিসেম্বর বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনের কনসার্টে গান পরিবেশন করবে দেশের ছয়টি ব্যান্ডদল। দলগুলো হলো- ওয়ারফেজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, নেমেসিস, অ্যাভয়েড রাফা এবং ক্যালিপ্সো। জানা গেছে, সেদিন গেট খোলা হবে দুপুর ২টায়।
টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।ওই ফুটবল কার্নিভালের টিকিট পাওয়া যাবে গেট সেট রকে। অনুষ্ঠানটির ব্রডকাস্টিং পার্টনার হিসেবে কাজ করছে টি-স্পোর্টস। এ ছাড়া অনুষ্ঠানে সংযুক্ত রয়েছে বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফোরাম কমিউনিটি।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ
- ফাইনাল
- বড় পর্দায়
- ব্যান্ড সংগীত