ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নারী প্রধান ছবির জন্য এখনও ফাইট করে যাচ্ছি: পপি

নারী প্রধান ছবির জন্য এখনও ফাইট করে যাচ্ছি: পপি

পপি

অনিন্দ্য মামুন

প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০২:১৩ | আপডেট: ০৮ মার্চ ২০২০ | ০৩:৩৪

‘নারীকে অবলা ভাবার দিন তো অনেক আগেই শেষ। এখন নারীরা তার আপন শক্তিতেই এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে তাকালে নারী-পুরুষ উভয়ের সাফল্য বিদ্যমান। পুরুষ অফিস সামলালে নারীকে সামলাতে হচ্ছে সেই পুরুষকে ও তার পরিবারকে। আবার কোন নারী ঘর ও অফিস দুটোই একসঙ্গে সামলাচ্ছেন। তবে নারী বা পুরুষ নয় আমি চাইবো পৃথিবী হয়ে উঠুক মানুষের।’ বিশ্ব নারী দিবস উপলক্ষে সমকাল অনলাইনকে কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। 

শুধু একদিন নয়, প্রতিদিনই নারী দিবস বলে মন্তব্য পপির। তিনি বলেন, ‘আমার কাছে প্রতিদিনই নারী দিবস। নারীকে সম্মান জানাতে শুধু একদিন নয়। ৩৬৫ দিনই হোক নারীকে সম্মান জানানোর।’

পপি বলেন, ‘একজন নারী খুব সময়ই নিজের জন্য ভাবার সময় পান। পরিবারের প্রতিটি সদস্যদের নিয়ে ভাবতে হয় তাকে। রাতে ঘুমানোর আগেও সকালে তার পরিবারের সদস্যরা সকালে ঘুম থেকে উঠে কি খাবেন সেটার প্ল্যান করতে করতে ঘুমাতে যান। পৃথিবীর সব বড় বড় সাফল্য নারী-পুরুষ তো মিলেই এনেছে। তাই নারীকে হেয় করার বা তাকে ছোট করে দেখার কোন কারণ নেই। যারা দেখেন তারা মানসিকভাবে অসুস্থ।’

লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ক্যারিয়ারে অনেক হিট ছবি উপহার দিয়েছেন। অভিনয় করেছেন, বস্তির রানী সুরিয়া, বিদ্রোহী পদ্মা, মেঘের কোলে রোদ, গঙ্গাযাত্রা ও গার্মেন্টস কন্যা নামের নারী প্রধান চরিত্রের ছবিতে। 

এই একাধিক নারী প্রধান চরিত্রে অভিনয় করা পপি নারী দিবসে জানালেন, বাংলাদেশে এখন নারী প্রধান চরিত্র নিয়ে ছবি নির্মাণ হচ্ছেনা বললেই চলে। পপি বলেন, ‘আমি শুরু থেকেই নারী প্রধান গল্পের ছবির ফাইট করে যাচ্ছি। বলতে পারেন দেশে নারী প্রধান ছবি নির্মাণের জন্য সবচেয়ে বেশি ফাইট করা নায়িকা আমি। সে ফাইট এখনও করে যাচ্ছি। কিন্তু কাজের কাজ তো হচ্ছেনা। বিশ্বের অন্যান্য দেশ যখন নারী প্রধান চরিত্র নিয়ে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশের পরিচালকরা এটা নিয়ে ভাবতেই পারছেন না। তারা সাহসও দেখাচ্ছেন না। নারী দিবসের দিনে বিষয়টি বেশ স্পষ্টভাবেই বলতে হচ্ছে আমাদের ইন্ডাষ্ট্রিতে নারী শিল্পীরা এখনও অবহেলিত।’

নারী দিবসে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে প্রাণভরে স্মরণ করে এ নায়িকা বলেন, তারা আমাদের আলোকবর্তিকা। তাদের দেখানো পথেই তো আজ নারীরা সাহস নিয়ে কর্মক্ষেত্রে নেমেছে। নারী দিবসের এই দিনে চাওয়া থাকবে শুধু নারী নয় পৃথিবী সবার জন্যই নিরাপদ হোক। সবাই তার প্রাপ্য অধিকার নিয়ে বেচে থাকুক।



আরও পড়ুন

×