শুধু পপ নয়, শিকড়ের গানও গাইছি: মেহরীন

মেহরীন
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ | ০২:১৫
মেহরীন। তারকা কণ্ঠশিল্পী। সম্প্রতি বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর [বিসিআরএ] পক্ষ থেকে পেয়েছেন সেরা পপশিল্পীর পুরস্কার। এই প্রাপ্তি, বর্তমান ব্যস্ততা, আগামী দিনের আয়োজন ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-
পপসংগীতে অবদানের জন্য বিসিআরএ পুরস্কার পেলেন, কেমন লাগছে?
পুরস্কার পাওয়া সবসময় আনন্দের। বেশি ভালো লাগছে এ কারণে যে, সংবাদমাধ্যমের মানুষের পক্ষ থেকে আমাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। সত্যি এটিই, শ্রোতার পাশাপাশি তাঁদের কারণেই গানের ভুবনে দুই দশকের পথ পাড়ি দিতে পেরেছি। নতুন কাজের অনুপ্রেরণাও জুগিয়েছেন তাঁরা। এজন্য তাঁদের পক্ষ থেকে এমন স্বীকৃতি পাওয়া আমার জন্য বিশেষ কিছু।
পপশিল্পী হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা। সে কারণেই কী অন্য কোনো ঘরানার গান গাইতে দেখা যায় না?
এটা সত্যি যে, গানের ভুবনে পপশিল্পী হিসেবে আমার পথচলা শুরু হয়েছিল। পরিচিতি ও জনপ্রিয়তাও পেয়েছি। তাই বলে পপ ছাড়া অন্য কোনো ঘরানার গান গাওয়ার ইচ্ছা যে হয়নি, তা নয়। রবিঠাকুরের কালজয়ী সৃষ্টি 'আনন্দলোকে', কবি নজরুলের 'রুমঝুম রুমঝুম' গানগুলোও নতুন সংগীতায়োজনে গেয়েছি। এর বাইরেও দেশের গান থেকে শুরু করে গেয়েছি পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ের গান। কিন্তু শুরু থেকে পপশিল্পী হিসেবে যে পরিচিতি দাঁড়িয়ে গেছে- তার কোনো বদল হয়নি। শুধু আমি নই, অনেক শিল্পীর বেলায় এটি চোখে পড়বে। দেখবেন, নানা ধরনের গান গাওয়ার পরও তাঁরা শ্রোতার কাছে 'রকস্টার', 'পপস্টার', 'প্লেব্যাক সম্রাট', 'ফোক কুইন'- এমন নানা পরিচয়ে পরিচিত। তাই পরিচিতি যাই হোক, নানা ধরনের গান গাইতে চাই। তাই সংগীত নিয়ে আমার নিরীক্ষাও থেমে থাকবে না।
এখন নিরীক্ষাধর্মী কোনো কাজ করছেন?
নিরীক্ষাধর্মী কাজ হিসেবে শুধু পপ নয়, শিকড়ের গানও গাইছি। আগামী বছর এলপি স্পেশাল রিলিজ হিসেবে কিছু গান প্রকাশ করব। পাশাপাশি আমার গাওয়া কয়েকটি লোকগীতি প্রকাশের পরিকল্পনা রয়েছে।
হঠাৎ লোকগান গাওয়ার ইচ্ছা হলো...
লোকগানের প্রতি দুর্বলতা হঠাৎ নয়, বহু বছর আগে থেকেই ছিল। কেউ জানে কিনা জানি না, আমি ফেরদৌসী খালামনির [বরেণ্য শিল্পী ফেরদৌসী রহমান] কাছে লোকগানের তালিমও নিয়েছি। খালামনি ছাড়াও আরও কয়েকজন শিক্ষকের কাছে লোকগান পাঠ নিয়েছি। তাই যে গানের সঙ্গে আমাদের শিকড়ের সম্পর্ক তা থেকে দূরে সরে থাকতে পারিনি।
আপনার ব্যান্ডের কোনো আয়োজন নিয়ে ভাবছেন?
শো ছাড়াও আনাড়ি ব্যান্ডের সদস্যদের সঙ্গে কিছু নিরীক্ষাধর্মী কাজের পরিকল্পনা করেছি। সেগুলো ঠিকঠাক শেষ করতে পারলে ২০২৩ সালে নতুন এক মেহরীনের দেখা পাবেন।