অণিমা রায়ের কণ্ঠে 'তুমি রবে নীরবে'

অণিমা রায়
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ | ০৪:৫৬
বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে প্রকাশ পেয়েছে রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়ের কণ্ঠে গান 'তুমি রবে নীরবে'। রবীন্দ্রনাথের এই গানের সংগীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়।
গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় গানচিত্রটি উন্মুক্ত করা হয় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। মানিকগঞ্জের জমিদারবাড়িতে গানটির ভিডিও ধারণ করা হয়। ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। এটি প্রযোজনা করেছে কোলাহল কমিউনিকেশন।
কাজটি প্রসঙ্গে অণিমা রায় বলেন, 'রবীন্দ্রনাথের অনেক গান করা হলেও এই জনপ্রিয় গানটি আলাদা করে রেকর্ড করা হয়ে ওঠেনি আগে। অথচ আমার অধিকাংশ স্টেজ শোতেই গানটির দাবি থাকে শ্রোতাদের পক্ষ থেকে। পুরুষ কণ্ঠে গানটি বেশি শোনা যায়। ভাবলাম গানটি আমিও রেকর্ড করব। সেই ভাবনা থেকেই মিষ্টি প্রেমের গানটি করেছি। প্রকাশ করার দিনক্ষণ খুঁজছিলাম। অবশেষে বড়দিন ও নতুন বছরকেই উপলক্ষ করে গানটি নিজের চ্যানেলে প্রকাশ করেছি।'
তিনি আরও বলেন, 'শ্রোতা-দর্শককে আজীবন ভালো গানটাই উপহার দিতে চাই। এই অস্থির সময়ে রবীন্দ্রনাথের যে কোনো গানই আসলে শান্তির বার্তা বয়ে আনে। সবাই গানটি শুনবেন, দেখবেন- সেটিই প্রত্যাশা। এখন থেকে শ্রোতারা নতুন নতুন গান পাবেন আমার চ্যানেলে।'
- বিষয় :
- অণিমা রায়