'সুলতানার গুটিতে লিপিরও স্বতন্ত্র একটা জার্নি আছে'

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩ | ১৩:২৫ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ | ১৩:৩২
একযুগেরও বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন মৌসুমী হামিদ। দীর্ঘ এই সময়ে নানা অভিজ্ঞতার মুখে পড়েছেন তিনি। সেটা যেমন তিক্ত আবার মিষ্টি অভিজ্ঞতাও। কিছু অভিজ্ঞতা তাকে চমকেও দিয়েছেন। এই যেমন পরিচালক তাকে এক রকমের চিত্রনাট্য শুনিয়েছেন বা দেখিয়েছেন শুটিংয়ে গিয়ে দেখেন বদলে গেছে গল্প। যেমন চরিত্র শুনে তিনি শুটিংয়ে গিয়েছেন পরে দেখেন সেই চরিত্রটির ধারের কাছেও কিছু নেই!
মৌসুমী হামিদের ভাষ্য, 'অনেক ক্ষেত্রে চিত্রনাট্য শুনে বা পড়ে জানতাম আমার চরিত্র এক রকম সেটে গিয়ে দেখতাম আরেক রকম। এমন অনেক ঘটনাই ঘটেছে আমার সঙ্গে।'
হুট করেই কেনো মৌসুমী হামিদ নিজের সঙ্গে ঘটে যাওয়া এমন তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন? কারণ আছে। নতুন বছরের শুরুতেই মুক্তি পেল মৌসুমি হামিদ অভিনীত চরকি অরিজিনাল সিরিজ 'গুটি'। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সাত পর্বের এই সিরিজটিতে লিপির চরিত্রে অভিনয় করেছেন এই অভিনত্রী।
সিরিজটা মূলত সুলতানা নামের এক নারীকে ঘিরে। যে সুলতানা কয়েক বছর ধরে স্থানীয় মাদক চোরাচালানকারী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। এ সময়ের মধ্যে সে প্রচুর অর্থ ও সম্পদ করেছে কিন্তু বিনিময়ে হারাতে হয়েছে কাছের মানুষ, সম্পর্ক, বিশ্বাস ও আশা। এই কাজে পালানোর কোনো পথ নেই। এই সুলতানা চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন। স্বভাবতই গল্পে ফোকাস তার দিকেই থাকার কথা। থেকেছেও। পাশাপাশি অন্য চরিত্রটিগুলোও এগিয়েছে সমান তালে। মৌসুমী হামিদের দাবি, গুটিতে তার চরিত্রটিও স্বতন্ত্রভাবে এগিয়ে গেছে। এ কথা বলতে গিয়েই পুরোনো তিক্ত অভিজ্ঞতার কথা টেনে আনেন তিনি।
মৌসুমী বলেন, 'গুটিতে কোনো লুকোছাপা ছিলো না। চরিত্রটির সুন্দর জার্নির বিষয়ে পরিচালক আমাকে প্রথম দিন যা শুনিয়েছেন শুটিংয়ে আমি সেটাই করেছি এবং পরিচালক আমাকে দিয়ে সেটা করিয়ে নিয়েছেন।'
সিরিজটি যে লিপি নয় সুলতানাকে ঘিয়ে সে কথাও জানালেন মৌসুমী। বললেন, গুটি মূলত সুলতানার গল্প। সে একটা ভিন্ন চরিত্র। এখানে আমার চরিত্রটিও আলাদা ও স্বতন্ত্র। গুটিতে আমার স্ক্রিনপ্লে হয়তো বেশি সময় নয়, তবে আমার আলাদা একটা জার্নি এখানে আছে। যা দর্শকদের ভালো লেগেছে। চরিত্রটি আমিও স্বাচ্ছেন্দে করেছি। বিন্দুমাত্রও দ্বিধা হয়নি যে সুলতানার পাশাপাশি আমি লিপির মতো ছোট চরিত্র কেনো করব?
কেনো করলেন? প্রশ্নের বিপরীতে মৌসুমীর উত্তর,'শুধু গুটি নয়, যে কোনো বড় গল্পে আমাকে যদি ঢাকা হয়, সেখানে যদি আমার পাঁচ মিনিটও ভালো কিছু করার সুযোগ থাকে। আমি সে সুযোগটাও কাজে লাগাবো।'
এদিকে বছরের একেবারে শেষের দিকে মৌসুমী অভিনীত 'হডসনের বন্দুক' নামে একটি ছবি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। সম্প্রতি 'যাপিত জীবন' নামে আরও একটি চলচ্চিত্রের অভিনয় শেষ করেছেন তিনি।
- বিষয় :
- মৌসুমী হামিদ
- গুটি
- ওয়েব সিরিজ