ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

'তেজাব' রিমেকে থাকছেন জাহ্নবী-রণবীর সিং?

'তেজাব' রিমেকে থাকছেন জাহ্নবী-রণবীর সিং?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩ | ০৮:৫০ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ | ০৯:০৪

বলিউড অভিনেতা অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত আশির দশকের সুপারহিট ছবি 'তেজাব' এর রিমেকের কথা অনেকেরই জানা।  এই ছবির রিমেকের স্বত্ত্ব পেয়েছেন ‘কবীর সিং’খ্যাত প্রযোজক মুরাদ খেতানি। এই রিমেকে প্রথমে প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল কার্তিক আরিয়ান ও শ্রদ্ধা কাপুরের।

সম্প্রতি জানা গেছে, তারা দু’জনেই ছবি থেকে বাদ পড়েছেন। তাদের পরিবর্তে নতুন দুই অভিনেতার নাম প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। এই ছবিতে জুটি হিসেবে দেখা যেতে পারে রণবীর সিংহ ও জাহ্নবী কাপুরকে।

এন চন্দ্রশেখর পরিচালিত 'তেজাব' ছবিটি মুক্তি পায় ১৯৮৮ সালে । ছবিটি ওই সময় বক্সঅফিসে চুটিয়ে ব্যবসা করে। দর্শক ও সমালোচক মহলেও ছবিটি হয়েছিল প্রশংসিত। ছবিতে মাধুরীর ‘এক দো তিন’ গানে নাচ আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। সেই সময় মাধুরীর নামের সঙ্গে রাতারাতি ‘তারকা’তকমা জুড়ে দিয়েছিল এই ছবি। এমনকি, ফিল্মফেয়ারের পক্ষ থেকে এই ছবির জন্য সেরা অভিনেত্রীর মনোনয়নও পেয়েছিলেন তিনি। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা কোরিওগ্রাফি-সহ মোট বারোটি বিভাগে মনোনীত হয় ‘তেজাব’। ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছিলেন অনিল কাপুর।


আরও পড়ুন

×