‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’ জিতল যারা

ছবি- সংগৃহীত।
অনিন্দ্য মামুন
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩ | ০৪:৩৯ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯:৪১
বিশ্ব চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে মর্যাদাপূর্ণ আসর হচ্ছে ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। সম্প্রতি গ্লোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৩’ ঘোষণা হয়েছে। স্বীকৃতি জানানো হয়েছে গত বছরের সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের কাজগুলোকে।
হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত উৎসব থেকে বিজয়ীদের নাম ঘোষণা হয়। এক নজরে দেখে নেওয়া যাক ৮০তম গোল্ডেন গ্লোব বিজয়ীদের তালিকা।
শ্রেষ্ঠ চলচ্চিত্র (ড্রামা)
শ্রেষ্ঠ চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি)
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (ড্রামা)
সিনেমায় সেরা মৌলিক গান
‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’
শ্রেষ্ঠ ড্রামা সিরিজ
হাউজ অব দ্য ড্রাগন
স্টিভেন স্পিলবার্গ
শ্রেষ্ঠ চিত্রনাট্য
মার্টিন ম্যাকডোনাগ
ইংরেজি ভাষার বাইরে শ্রেষ্ঠ চলচ্চিত্র
আর্জেন্টিনা, ১৯৮৫
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (ড্রামা)
অস্টিন বাটলার
শ্রেষ্ঠ এনিমেশন ফিল্ম
গিলারমো ডেল টরোস পিনোচিও
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি)
মিশেল ইয়োহ
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (মিউজিক্যাল/কমেডি)
কলিন ফারেল
- বিষয় :
- গোল্ডেন গ্লোব