ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মৃণালরূপে চঞ্চল চৌধুরী পাচ্ছেন প্রশংসা

মৃণালরূপে চঞ্চল চৌধুরী পাচ্ছেন প্রশংসা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩ | ০৬:৫৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ | ০৭:০১

পাশের দুটি সাদাকালো স্থিরচিত্রে দেখা যাচ্ছে দু'জন মানুষের চোখেই মোটা ফ্রেমের চশমা, মাথায় লম্বা চুল, গায়ে পাঞ্জাবি, জ্বলন্ত সিগারেট ধরা হাত ঠেকিয়ে আছেন কপালে। মানুষ দু'জন ভিন্ন কিন্তু অবয়ব প্রায় একই। অথচ তাঁরা আলাদা দুই প্রজন্মের মানুষ। একজন হলেন কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেন, অন্যজন অভিনেতা চঞ্চল চৌধুরী। চলতি বছর নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী।

তাঁকে শ্রদ্ধা জানাতে প্রয়াত পরিচালকের জীবন ও তাঁর সময়ের গল্প নিয়ে পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি তৈরি করছেন সিনেমা 'পদাতিক'। এতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী- তা এতদিনে সবারই জানা। গেল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে পদাতিক সিনেমার পোস্টার শেয়ার করে নির্মাতা সৃজিত ও চঞ্চল চৌধুরীকে শুভকামনা জানিয়েছেন বলিউডের বিগবি অমিতাভ বচ্চন।


এবার প্রকাশ হলো সিনেমার গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রের ফার্স্ট লুক। যেখানে মৃণাল সেনের বিভিন্ন বয়সে চঞ্চল দেখতে কেমন, সেটিই তুলে ধরা হয়েছে তিনটি ছবির মাধ্যমে। এর মধ্যে দুটি ছবি যৌবন ও মধ্যবয়সের, অন্যটি বৃদ্ধকালের। চঞ্চলের এই মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু। চঞ্চলকে এমন অবয়বে দেখে বিস্মিত, মুগ্ধ দর্শক ও চলচ্চিত্রবোদ্ধারা।

সাধারণ দর্শক থেকে শুরু করে বাংলাদেশ ও পশ্চিম বাংলার অনেক নির্মাতা ও অভিনয়শিল্পীও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বলা যায়, সব শ্রেণির মানুষের প্রশংসায় ভাসছেন অভিনেতা চঞ্চল। অনেকেই ছবি দেখে আসল-নকল ফারাক করতে পারা মুশকিল বলে মনে করছেন। যদিও কেউ কেউ মন্তব্য করেছেন, চরিত্রটির প্রয়োজনে চঞ্চলের কিছুটা ওজন ঝরানো উচিত।

এই সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় থাকবেন মনামী ঘোষ। ছেলে কুনাল সেনের কম বয়সী চরিত্রে অভিনয় করবেন কোরাক সামন্ত। কুনাল সেনের বর্তমান বয়সের চরিত্রে থাকবেন সম্রাট চক্রবর্তী। চলতি মাসেই ছবিটির চিত্রায়ণ শুরু হবে বলে জানিয়েছেন সৃজিত মুখার্জি। বলা বাহুল্য, ছবিটি ঘিরে রুপালি জগতের মানুষেরাও অনেক বেশি কৌতূহলী। কেননা ভারতীয় চলচ্চিত্রে সর্বকালের সেরাদের একজন মৃণাল সেন।

আরও পড়ুন

×