ফজলুর রহমান বাবুর নতুন গান এলো

ফজলুর রহমান বাবু
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩ | ১১:৩২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ | ১১:৩২
একজন আপাদমস্তক অভিনয়শিল্পী হিসেবেই দিনযাপন করেন ফজলুর রহমান বাবু। কিন্তু গত কয়েক বছর ধরে গায়ক হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বিশেষ করে 'মনপুরা' সিনেমায় তার গাওয়া 'নিথুয়া পাথারে' গানটি এখনও শ্রোতাদের মুখে মুখে প্রচলিত আছে। এরপরও অভিনেতার পাশাপাশি গায়ক হয়েও আসেন মাঝে মাঝে।
সম্প্রতি বাবু নতুন গান প্রকাশ করেছেন। কিছুটা ফোক ধারার এই গানের শিরোনাম ‘রঙিলা পাগল’। এর কথা ও সুর করেছেন এইচ এম নিপু। গানটি নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রেজা মাহমুদ। ভিডিওতে অভিনয় করেছেন মামুন ও স্বর্ণা।
নতুন এই গানটি নিয়ে বাবু বলেন, 'অভিনয় নিয়েই আমার জীবন যাপন। তবে মানুষ গান ছাড়াও চলতে পারেনা। তাই ভালো কথার গান পেলে নিজের কণ্ঠে তুলি। ভালো লাগে। রঙ্গিলা পাগলা গানটি সুন্দর কথার। আশা করি শ্রোতাদের পছন্দ হবে।'
অপু রায়হানের সংগীতে সম্প্রতি চ্যানেল এইচ এম এর ব্যানারে মুক্তি পেয়েছে গানটি।
- বিষয় :
- ফজলুর রহমান বাবু
- নতুন গান