ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তিশা হলেন শুভেচ্ছাদূত, বললেন ধীরে ধীরে কাজে ফিরছি

তিশা হলেন শুভেচ্ছাদূত, বললেন ধীরে ধীরে কাজে ফিরছি

নুসরাত ইমরোজ তিশা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩ | ০৬:৫৩ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ | ০৬:৫৩

অনেক দিন পর কোনো পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ শুরু করলেন নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

সম্প্রতি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের খাদ্যপণ্য 'চপস্টিক'-এর শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রাজধানীর গুলশান-১ এর স্যামসন সেন্টারে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিশা বলেন, 'স্কয়ারের কোনো পণ্যের মান ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই।

চপস্টিক ব্র্যান্ডটি শুরু থেকেই শিশুদের সুন্দর শৈশব নিশ্চিত করতে নানা রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যকর চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস খেতেও সুস্বাদু। আর সবকিছু পর্যবেক্ষণ করেই আমি চপস্টিকের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, শুভেচ্ছাদূত হিসেবে ভালো কিছু কাজ করতে পারব।'

এদিকে তিশা অভিনীত সর্বশেষ ছবি 'শনিবার বিকেল' গত চার বছর ধরে চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে, যার মুক্তি নিয়ে এখন দেশজুড়ে চলছে নানা আলোচনা।

আরও পড়ুন

×