ইজতেমায় নায়ক ইমন, বললেন অসাধারণ এক অনুভূতি

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩ | ১২:৫৮ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ | ১৩:১৫
শুক্রবার থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ দিন ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আর তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করছেন মাওলানা জিয়া বিন কাসিম।
দেশ ও বিদেশের হাজার হাজার মানুষ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন চিত্রনায়ক ইমন। প্রথমবার ইজতেমায় অংশ নিয়েছেন তিনি।
সমকালকে ইমন বলেন, বৃহস্পতিবার রাতে ইজতেমায় যাই। রাতে সেখানে অবস্থান করি। মুসল্লিদের সঙ্গে সময় কাটিয়েছি। তার সঙ্গে কুশল বিনিময় করি। আজ দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লীদের সঙ্গে জুমার নামাজ আদায় করি। অসাধারণ এক অনুভূতি।
এর আগে নায়ক ইমনও ফেসবুক পোস্টের মাধ্যমে তার ইজতেমার ময়দানে অবস্থানের কথা জানান। অভিনেতার পোস্ট করা পৃথক ছবিতে দেখা যায় অন্যান্য মুসল্লিদের সঙ্গে বসে আছেন তিনি।
অন্য এক ছবিতে ছবিতে মুসল্লিদের সঙ্গে খাবার খেতেও দেখা গেছে নায়ককে। ছবিগুলো ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ বিশ্ব ইজতেমায় পবিত্র জুমার নামাজ আদায় করলাম।’
- বিষয় :
- বিশ্ব ইজতেমা
- নায়ক ইমন
- তুরাগ নদীর