ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আফসানা মিমির 'জয়জয়ন্তী'

আফসানা মিমির 'জয়জয়ন্তী'

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩ | ১৮:০০

বিনোদন অঙ্গনে অনেকটাই অনিয়মিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। মাঝেমধ্যে সিনেমা ও নাটকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করতে দেখা যায় তাঁকে। তাও আবার বিশেষ দিবসের কোনো অনুষ্ঠানে। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর আবারও উপস্থাপনায় ফিরলেন এ অভিনেত্রী। তাঁর উপস্থাপনা ও পরিচালনায় আজ চ্যানেল আইতে শুরু হচ্ছে নতুন আয়োজন 'জয়জয়ন্তী'। তরুণদের নানা ভাবনা নিয়ে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। আফসানা মিমি বলেন, 'জয়জয়ন্তী' অনুষ্ঠানের প্রথম পর্ব সাজানো হয়েছে তরুণদের ভাবনা নিয়ে। স্বাধীনতার ৫০ বছরে তরুণরা কেমন বাংলাদেশ চায়? বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তরুণদের সম্পৃক্ততা নিয়ে এই আয়োজনে অংশ নিয়ে কথা বলেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।' তরুণদের নিয়ে মিমি আরও বলেন, 'দেশের তরুণরা আগামীর ভবিষ্যৎ। তাই তাদের নিয়ে কাজ করতে দারুণ লেগেছে। আশা করছি, আয়োজনটি সবার কাছে ভালো লাগবে।'
চ্যানেল আই সূত্রে জানা গেছে, আজ থেকে অনুষ্ঠানটি প্রতি মাসের শেষ শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে।

আরও পড়ুন

×