প্রভাস-কৃতি ভালো বন্ধু, বাগদানের খবরটি সত্য নয়

প্রবাস ও কৃতি শ্যানন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:০৬ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:০৬
'বাহুবলি'র জুটি প্রভাস-আনুশকা শেঠি বিয়ে করছেন বলে এর আগে তুমুল চর্চা হয় ভারতীয় গণাম্যধমে। তবে শেষ পর্যন্ত সে চর্চা কেবল গুঞ্জনেই সীমবদ্ধ থাকে। তাদের চার হাত আর এক হয়নি।
এবার খবর এল দক্ষিণী ছবির আরেক নায়িকা কৃতি শ্যাননের সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন প্রভাস। শুধু সম্পর্কের খবরই নয়, তারা বাগদান সাড়ছেন এমন খবরও প্রকাশ্যে এসেছে।
মালদ্বীপে তারা বাগদান সারবেন। খবরটি সামনে আনেন ভারতের চলচ্চিত্র বিশ্লেষক উমাইর সান্ধু। এ নিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা চলছে। কিন্তু সত্যি কি বিয়ে করতে যাচ্ছেন কৃতি-প্রভাস?
টাইমস অব ইন্ডিয়াকে প্রভাসের এক সহকারী বলেন, ‘প্রভাস-কৃতি ভালো বন্ধু। বাগদান করতে যাওয়ার খবরটি সত্য নয়।’
‘আদিপুরুষ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন প্রভাস-কৃতি। ওম রাউত পরিচালিত এ সিনেমা রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস; তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে। আগামী ১৬ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
- বিষয় :
- প্রভাস-আনুশকা
- বাগদান
- বলিউড