ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কোনাল-সাদীর ভালোবাসার গান, সহকর্মীদের নিয়ে সেলিব্রেশন

কোনাল-সাদীর ভালোবাসার গান, সহকর্মীদের নিয়ে সেলিব্রেশন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:০৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১২

ভারোবাসা দিবস উপলক্ষে দর্শক শ্রোতাদের সামনে এলেন শিল্পী কোনাল ও শেখ সাদী। সম্প্রতি তাদের গাওয়া প্রথম গান 'চোখের বারান্দায়' প্রকাশ পেয়েছে। সম্প্রতি গানটি প্রকাশের চারদিনের মাথায় এর সেলিব্রেশন করেন শিল্পী শেখ সাদী। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় হয় এই সেলিব্রেশন আয়োজন। 

এই আয়োজনে উপস্থিত ছিলেন কোনাল, নায়িকা রোজিনা, শিল্পী ধ্রুব গুহ, জুয়েল মোর্শেদ, অয়ন চালকাদার, মোহাম্মদ মিলন, মার্সেল, আভ্রাল সাহির, গানের মডেল লামিমা, গীতিকার রবিউল ইসলাম জীবন, পরিচালক সোহেল রাজসহ অনেকেই।

নতুন এ গানটি নিয়ে কোনাল বলেন, সাদী সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা খুব ভালো। তাছাড়া এই ধরণের গান আগে করা হয়নি। আমি আগে দ্বৈত গান কম করতাম। তবে আগামীতে আরও বেশী দ্বৈতভাবে গাওয়া ইচ্ছে আছে। এতে আমার অর্ডিয়ান্সের বাইরে নতুন অর্ডিয়ান্সের সঙ্গে পরিচিতি হতে পারবো।

স্যাড সং বেশী করেন শেখ সাদী। এবার ভালোবাসা দিবসে তিনি গাইলেন রোম্যান্টিক গান। তিনি বলেন, মিষ্টি প্রেম ও কাপলের গল্প নিয়ে চোখের বারান্দায়। গানের কথা যখন পাই তখনই করার প্ল্যান করি। যাদের গানের ফ্যান আমি তাদের মধ্যে কোনাল আপু একজন। তার সঙ্গে কাজের ইচ্ছে ছিল। ওনাকে বলার পর উনি ভীষণ আন্তরিকভাবে কাজটি করেছেন। প্রকাশ পাওয়ার নতুন নতুন দর্শকদের খুব কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। 

'চোখের বারান্দায়' লেখেন রবিউল ইসলাম জীবন, সুর সংগীত শাহরিয়ার মার্সেলের। গানটিতে মডেল হয়েছেন লামিমা লাম। ইউটিউবে প্রায় তিনলাখ দর্শক গানটি দেখেছেন। মন্তব্য চোখে পড়েছেন কয়েক'শ। দর্শকরা বলছেন, তাদের মন ছুঁয়ে গেছে কোনাল-সাদীর গাওয়া 'চোখের বারান্দায়'।


আরও পড়ুন

×