ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ভালোবাসা দিবস

রোমান্টিক গানের সফল জুটি

রোমান্টিক গানের সফল জুটি

ইলমা আজাদ

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১৭ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১৭

'জুটি গড়ে উঠে শ্রোতার প্রত্যাশা থেকে। ন্যান্সির সঙ্গে জুটি বেঁধে একের পর এক গান গেয়েছি, শুধুই শ্রোতার প্রত্যাশা পূরণ করা। তাঁদের ভালোবাসার দাবি পূরণের জন্যই তো শিল্পী জীবন বেছে নেওয়া। তাই সব কিছুর আগে শ্রোতার ভালো লাগা-মন্দ লাগার বিষয়টি মাথায় রেখেছি।' ভালোবাসার গানে ন্যান্সির সঙ্গে জুটি গড়া নিয়ে এ কথাই বলে গেলেন শিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। 

গত দুই দশকে অডিও ও সিনেমায় গাওয়া এই শিল্পী জুটির অসংখ্য দ্বৈত গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। সেই সুবাদে হাবিব-ন্যান্সি পেয়েছেন সমকালীন সফল শিল্পী জুটির স্বীকৃতি। একটু পেছনে ফিরে তাকালে দেখা যায়, গানের ভুবনে জুটি গড়ে ওঠার বিষয়টি বহুকাল আগে থেকেই শুরু হয়েছে। বিশেষ করে রোমান্টিক গানে সর্বশেষ চার দশকের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এই দীর্ঘ সময়ে চলচ্চিত্রে সাবিনা ইয়াসমিন-এন্ড্রু কিশোর, রুনা লায়লা-এন্ড্রু কিশোর, খালিদ হাসান মিলু-বেবী নাজনীন, কনকচাঁপা-এন্ড্রু কিশোর, আগুন-রুনা লায়লা, আইয়ুব বাচ্চু-কনকচাঁপা, ইমরান-কনা জুটি শ্রোতাদের প্রিয় তালিকায় শীর্ষে ছিলেন। একইভাবে অডিওর রোমান্টিক গানে তপন চৌধুরী-শাকিলা জাফর, মমতাজ-আশরাফ উদাস, শুভ্র দেব-শাকিলা জাফর, রবি চৌধুরী-ডলি সায়ন্তনী, আসিফ-মুন্নি, পলাশ-রিজিয়া পারভিন, বাপ্পা মজুমদার-ফাহমিদা নবী, হাবিব-ন্যান্সি, সুমন-আনিলা, এলিটা-মাহাদি থেকে শুরু করে আরও কিছু শিল্পী জুটি সাফল্যের সঙ্গে পথচলা ধরে রেখেছেন। অর্থহীন ব্যান্ডের বাইরেও বেইজবাবাখ্যাত শিল্পী সুমন আলাদাভাবে শ্রোতাদের মধ্যে সাড়া জাগিয়েছেন শিল্পী আনিলার সঙ্গে জুটি বেঁধে। তাঁদের দ্বৈত অ্যালবামের গানগুলো এখনও শ্রোতাদের মুখে মুখে ফেরে। 

সুমনের কথায়, নিরীক্ষা থেকেও যে সফল সংগীত জুটি গড়ে উঠতে পারে, এর উদাহরণ দ্বৈত অ্যালবাম 'এখন আমি'। ফুয়াদ আল মুক্তাদিরের নিরীক্ষাধর্মী আয়োজন থেকেই সুমন-আনিলা জুটির জন্ম।

সুরকার প্রিন্স মাহমুদ জানিয়েছিলেন, তিনি কোনো শিল্পীর কথা মাথায় রেখে গান তৈরি করেন না। এরপরও কোনো গানের সুর করার পর তিনি বুঝতে পারেন- সেটি কার কণ্ঠে বেশি মানাবে। তাঁর এ কথার সঙ্গে একমত পোষণ করে শিল্পী বাপ্পা মজুমদার বলেন, 'গানের সুরই আসলে বলে দেয়, সেটি কার কণ্ঠের জন্য বেশি মানানসই। যদি তা ভালোবাসার গান হয়, তাহলে শ্রোতার প্রত্যাশার বিষয়টিও মাথায় রাখতে হয়। শিল্পীজীবনে অনেকের সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু ফাহমিদা নবীর সঙ্গে গাওয়া দ্বৈত গানগুলো নিয়ে প্রশংসা কুড়িয়েছি সবচেয়ে বেশি। 

এ থেকে এটাই স্পষ্ট- নাটক, সিনেমার তারকা জুটির মতো রোমান্টিক দ্বৈত গানের জুটি হিসেবেও শ্রোতার ভালো লাগার বাছবিচার প্রক্রিয়াটা আলাদা।'

আরও পড়ুন

×