ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিমানে করে ১০০ ভক্তকে ঘুরতে পাঠালেন দক্ষিণী এই নায়ক

বিমানে করে ১০০ ভক্তকে ঘুরতে পাঠালেন দক্ষিণী এই নায়ক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:১২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:১৪

দক্ষিণী জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। পুরো ভারত জুড়েই রয়েছে তার ভক্ত। প্রায় এই ভক্তরা তাকে চমকে দেন নানা কর্মকাণ্ডের মাধ্যমে। ভক্তদের চমকে দিতে পিছিয়ে নেই এই অভিনেতাও।

সম্প্রতি ভোটের মাধ্যমে নির্বাচিত ১০০ ভক্তকে নিজ খরচে ৪ দিনের জন্য মানালি ঘুরতে পাঠিয়েছেন। তবে এবারই প্রথম নয়, আগেও ভক্তদের এমন ব্যতিক্রম উপহার দিয়েছিলেন এই তারকা।

ভারতীয় গণমাধ্যমের খবর,প্রতিবছরই ভক্তদের এমন ব্যতিক্রম উপহার দিয়ে কৃতজ্ঞতা জানান বিজয় দেবারাকোন্ডা। এর আগে ৫০ জন ভক্তকে নিয়ে জওহরলাল নেহরু স্থাপত্য ও চারুকলা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেবারও ভোটের মাধ্যমে ভক্তদের নির্বাচন করেছিলেন তিনি। এবারও তার ব্যতিক্রম হল না। এবার পাঠালেন ১০০জন ভক্তকে।

বিজয় তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায় বিমানে থাকা অভিনেতার ভক্তরা উল্লাস করছেন।  ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ সকালে তারা তাদের ফ্লাইট থেকে আমাকে একটি ভিডিও পাঠিয়েছে। তারা পাহাড়ে যাচ্ছে। সারা দেশ থেকে ১০০ জন। আমি দারুণ খুশি।’

আগামীতে আসছে বিজয় অভিনীত ‘কুশি’। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন সামান্থা রুথ প্রভু। শিবা নির্ভানা পরিচালিত সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা।

আরও পড়ুন

×