ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

'পাঠানের কারণে বাংলা ছবি কোনঠাসা, অপি-জয়া অসাধারণ অভিনেত্রী’

'পাঠানের কারণে বাংলা ছবি কোনঠাসা, অপি-জয়া অসাধারণ অভিনেত্রী’

ঋত্বিক চক্রবর্তী

অনিন্দ্য মামুন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:৩২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:৩৬

কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ২৪ ফেব্রুয়ারি তার অভিনীত 'মায়ার জঞ্জাল' ভারত ও বাংলাদেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে। ছবি মুক্তি কেন্দ্র সম্প্রতি ঢাকায় এসেছেন তিনি।

বিকেলে অংশ নিচ্ছেন ছবিটির বিশেষ শোতে। তার আগে সোমবার দুপুরে সমকালের সঙ্গে এক আড্ডায় অংশ নেন তিনি। যেখানে ক্যারিয়ারের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন এই অভিনেতা। কথা বলেন কলকাতায় বলিউড ও দক্ষিণী ছবির কারণে কতটা কোনঠাসা হয়ে পড়ে। তিনি বলেন, 'পাঠান যখন মুক্তি পায় তখন বাংলা ছবি কোনঠাসা হয়ে পড়ে, অপি-জয়া অসাধারণ অভিনেত্রী।'

আরও পড়ুন

×