বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন মাকসুদ : বামবা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৬:১৯ | আপডেট: ১৮ মার্চ ২০২০ | ০৬:২৯
বামবার বর্তমান কমিটিকে 'অবৈধ ও বেআইনি' অভিহিত করে 'নৈতিক কারণে' নির্বাহী কমিটি থেকে ইস্তফা দিয়েছেন 'মাকসুদ ও ঢাকা' ব্যান্ডের দলনেতা মাকসুদুল হক। সেই সাথে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বামবা ছাড়ার কারণ হিসেবে মাকসুদ বলেন, নৈতিক বিবেচনায় বেআইনি, অবৈধ ও নীতিলঙ্ঘনকারী কিছুর সঙ্গে সম্পৃক্ত থাকা আমার পক্ষে সম্ভব নয়।’
এরপরই বামবা নিয়ে মাকসুদ বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলে দাবী করছেন বামবার বর্তমান কমিটি। সম্প্রতি বামবার পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। বামবার সভাপতি হামিন আহমেদের সাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন থেকে মাকসুদ ও ঢাকা ব্যান্ড এর কর্ণধার এবং বামবা'র কার্যনির্বাহী পরিষদ এর নির্বাহী ব্যান্ড এর সদস্য জনাব মাকসুদুল হক বিভিন্ন পত্র পত্রিকায়, ইলেক্ট্রনিক মিডিয়া, ফেসবুক ও ব্যাক্তিগত খুদেবার্তা এর মাধ্যমে বামবা (বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এ্যাসোসিয়েশন) এর কার্যনির্বাহী পরিষদ এবং সমগ্র বামবা সম্পর্কে বেশ কিছু মনগড়া, বিভ্রান্তিমুলক এবং মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন যা আমাদের নজরে এসেছে। গত ১৫ ই মার্চ বামবা (বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এ্যাসোসিয়েশন) এর নির্বাচন সংক্রান্ত সাধারণ সভায় উপস্থিত কার্যনির্বাহী সদস্য সহ সকল সাধারন সদস্য জনাব মাকসুদুল হক এর উক্ত অযাচিত বক্তব্য সমুহের তীব্র নিন্দা জানাই।
মাকসুদ বামবার বর্তমান কার্যনির্বাহী পরিষদ সম্পর্কে যে অবৈধতার অভিযোগ সেটাকে অজ্ঞতার সামিল উল্লেখ করে জানানো হয়েছে, বামবা'র বর্তমান কার্যনির্বাহী পরিষদ অবশ্যই বামবা'র জন্মলগ্ন থেকে অনুমোদিত সমঝোতা স্মারক এবং সমিতি নিবন্ধ নীতিমালা অনুযায়ী বৈধ এবং জনাব মাকসুদুল হক বর্তমান কার্যনির্বাহী পরিষদ সম্পর্কে যে অবৈধতার অভিযোগ করেছেন তা একেবারেই ভিত্তিহীন এবং অজ্ঞতার সামিল। এই বক্তব্য যোগাযোগ মাধ্যমে প্রদান করার আগেই তার এ সম্পর্কে সম্পুর্ণ জ্ঞ্যাত হবার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। বামবা'র প্রতিটি সদস্য এই বর্তমান কার্যনির্বাহী পরিষদের প্রতি পুর্ণ আস্থা বিগত ১৫ বছর ধরে প্রতিটি কার্যক্রমে দেখিয়ে আসছেন, অতি সম্প্রতি বামবা চ্যাপ্টার ১ কনসার্ট, লেজেন্ডস অফ রক মিউজিক্যাল টিভি সিরিজ এবং বামবা অটিজম এওয়ারনেস কনসার্ট এর মাধ্যমে দেখিয়েছেন এবং গত ১৫ ই মার্চ এর সাধারন সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দ তাদের আস্থা পুনর্ব্যাক্ত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও লেখা, এতদসংক্রান্ত বিষয়ে বামবা (বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এ্যাসোসিয়েশন) এর সকল শুভাকাঙ্ক্ষী এবং সর্বসাধারণ এর জ্ঞ্যাতার্থে আরো উল্লেখ করা যায় যে, গত ৯ ই মার্চ ২০২০ তারিখে বামবা ২০২০ নির্বাচন সংক্রান্ত কার্যনির্বাহী পরিষদের সভায় জনাব মাকসুদুল হক উপস্থিত ছিলেন এবং নির্বাচন সংক্রান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত সকল সিদ্ধান্তে সভা শেষে তিনি কোনো দ্বিমত পোষন করেন নাই। সুতরাং তার মতো একজন সিনিয়র সদস্য এবং শিল্পীর কাছ থেকে এমন অমুলক বক্তব্য এবং অস্বাভাবিক আচরণ অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক।
বামবা (বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এ্যাসোসিয়েশন) এর সকল শুভাকাঙ্ক্ষী এবং সর্বসাধারণের জ্ঞ্যাতার্থে জানিয়ে দিতে চাই যে নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গত ১৫ ই মার্চ অনুষ্ঠিত সাধারণ সভায় গৃহীত হয়েছে। দেশের সার্বিক অবস্থার স্বাভাবিকতার সাপেক্ষ্যে নির্বাচন ২৯ শে মার্চ ২০২০ তারিখেই সম্পন্ন হবে এবং এ সংক্রান্ত সমস্ত তথ্যাদি নির্বাচন পরবর্তীকালে সবাইকে জানিয়ে দেওয়া হবে। বামবা (বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এ্যাসোসিয়েশন) আশা করে এই সংবাদলিপি এর মাধ্যমে এতদসংক্রান্ত সকল বিভ্রান্তি এবং উদ্দেশ্য প্রণোদিত ভুল প্রচারণার অবসান হবে।
- বিষয় :
- বামবা
- হামিন আহমেদ
- মাকসুদ ঢাকা