ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সৌরভের বায়োপিকের প্রস্তাব আমাকে দেওয়া হয়নি: রণবীর

সৌরভের বায়োপিকের প্রস্তাব আমাকে দেওয়া হয়নি: রণবীর

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:১৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:১৫

কিছু দিন পরেই মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুরের নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার।’ তাই ছবিটির প্রচারের জন্য রোববার কলকাতায় এসেছেন তিনি। তবে কলকাতায় জোর আলোচনা চলছে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে দেখা যাবে রণবীরকে। সে কারণেই নাকি এক কাজে দু’কাজ সারছেন অভিনেতা।

সোমবারের এক সংবাদ সম্মেলনে রণবীর ছাড়াও ছিলেন ‘মহারাজ’। স্বাভাবিক ভাবে রণবীরকে সামনে পেয়ে প্রশ্ন আসতে বাধ্য সৌরভের জীবনচিত্রে কি তবে তিনি চূড়ান্ত? উত্তর দিলেন রণবীরও।

খুব বেশি জটিলতার মধ্যে না গিয়েই রণবীরের সাফ কথা, ‘আমাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের জন্য এখনও পর্যন্ত কোনো প্রস্তাব দেওয়া হয়নি।’ 

যদিও সৌরভ নিজে চান রণবীর তার চরিত্রে অভিনয় করুন। ‘দাদা’-র বায়োপিক বড় পর্দায় প্রযোজনার দায়িত্বে রয়েছে লভ ফিল্মস। যার কর্ণধার পরিচালক লভ রঞ্জন। তারই ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। তবে প্রযোজনা সংস্থার তরফে রহস্য জিইয়ে রাখা হচ্ছেন। তাদের কথায় সবটা প্রাথমিক স্তরে রয়েছে। 

তবে ছবিটির অন্যতম প্রযোজক অঙ্কুর গর্গে জানান, সত্যি বলতে বায়োপিকের কোনও খবর নেই আপাতত। তবে রোববার কলকাতায় ঝটিকা সফরে এসে রণবীর ইডেন গার্ডেনসে ‘দাদা’-র সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন। 

আরও পড়ুন

×