ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩ | ০৫:৫৬ | আপডেট: ০৬ মার্চ ২০২৩ | ০৬:২৪

স্টেজে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের ছেলে এ আর আমিন। যেখানে তিনি গান করছিলেন সেখানেই ভেঙে পড়ে ক্রেনসহ ঝাড়বাতি। ভাগ্যের জোরে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পান আমিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এ কথা।

সোশ্যাল মিডিয়ায় আমিন লেখেন, 'তিন দিন আগে দুর্ঘটনার সাক্ষী আমি। তবে এখন ভাল আছি। তাই ঈশ্বর, মা-বাবা-শুভানুধ্যায়ীদের কাছে আমি কৃতজ্ঞ। একেবারে মঞ্চের মাঝে দাঁড়িয়ে পারফর্ম করছি, এমন সময় ক্রেন সমেত ঝুলন্ত তিনটি ঝাড়বাতি-সহ গোটাটা ভেঙে পড়ে। একটু এদিক-ওদিক হলে হয়তো সব কিছু অন্য রকম হতো। এই গোটা ঘটনার আকস্মিকতা থেকে এখনও বেরোতে পারিনি আমি।' 

আরও পড়ুন: দিলীপ কুমার থেকে যেভাবে এ আর রহমান হলেন

আমিনের এই পোস্টে তাঁর জন্য প্রার্থনা করেছেন তার শুভানুধ্যায়ীরা।

এ আর রহমানের তিন সন্তান। আমিন ছাড়াও খাতিজা ও রাহিমা নামে দুই মেয়ে রয়েছে তার। পেশায় সঙ্গীত শিল্পী আমিন, ২০১৫ সালে তামিল ছবি ‘ও কাদাল কানমনি’ ছবির মাধ্যমে প্লেব্যাকের জগতে আত্মপ্রকাশ। তারপর বিভিন্ন ভাষায় গান গেয়েছেন আমিন। ‘দিল বেচারা’ ছবিতে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের কণ্ঠে ‘নেভার সে গুডবাই’ গানটি আমিনের গাওয়া।

আরও পড়ুন

×