হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অমিতাভ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ০১:৩০ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ | ০১:৩১
চিকিৎসা শেষে বাসায় ফিরলেন বিগ-বি খ্যাত বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার অনেকটা গোপনেই মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। টানা চারদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে শুক্রবার রাতে বাসায় ফিরেছেন তিনি।
জি নিউজ এক প্রতিবেদনে জানায়, শুক্রবার রাত ১০টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় বিগ-বি’কে। এ সময় অভিতাভের সঙ্গে তার ছেলে অভিষেক বচ্চন ও স্ত্রী জয়া বচ্চন ছিলেন।
এই মুহূর্তে অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রায় উনিশ বছর আগে ২০০০ সালে যক্ষার চিকিৎসা হয়েছিল এ অভিনেতার। তিনি জানতেন না, প্রায় ৮ বছর আগে থেকে এই রোগ শরীরে বাসা বেঁধেছিল তার।
১৯৮২ সালে একটি দুর্ঘটনার পর থেকে বিগত ২০ বছর ধরে লিভারের মাত্র ২৫ শতাংশ ক্রিয়াশীল রয়েছে অমিতাভের। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, ২০০০ সালে টিউবারকিউলোসিস-এর চিকিৎসা হয়েছিল তার। তিনি জানতেন না, তারও ৮ বছর আগে থেকে সেই রোগ তার শরীরে বাসা বেঁধেছিল। এরপর হেপাটাইটিস-বি ভাইরাসেও আক্রান্ত হন অমিতাভ।
তারপর থেকেই দফায় দফায় চিকিৎসা এবং নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণের মধ্যে থাকতে হয়েছে তাকে। চার দিন ধরে অমিতাভের বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
বাসায় ফিরেই আবার ব্যস্ত হওয়ার খবর জানিয়েছে জি নিউজ। াকরণ মঙ্গলবার থেকেই আবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র শুটিং শুরু করতে পারেন তিনি।
- বিষয় :
- অমিতাভ বচ্চন
- বলিউড
- হাসপাতাল