ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সমকাল লাইভে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নানজিবা তোরসা

সমকাল লাইভে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নানজিবা তোরসা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ০১:৫২ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ | ০১:৫৪

শনিবার দৈনিক সমকালের সাপ্তাহিক আয়োজন সমকাল সন্ধ্যায় অতিথি হয়ে  আসছেন সদ্য ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় সেরার মুকুট বিজয়ী রাফাহ নানজিবা তোরসা। যিনি সারা দেশ থেকে ৩৭ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সৌন্দর্য আর মেধা- এ দুইয়ের সমন্বয়ে  মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতে নিজের স্বপ্ন সফল করার পথে হাটছেন। 

সমকাল সন্ধ্যায় তার উঠে আসার নানা প্রসঙ্গ নিয়ে কথা বলবেন তিনি। কথা বলবেন আগামী স্বপ্ন ও স্বপ্ন বাস্তবায়নের নানা গল্প নিয়ে। সেই সঙ্গে তার অতীত জীবনের গল্প তো থাকবেই। সেই সঙ্গে দর্শকদের সরাসরি প্রশ্নের উত্তরও দিবেন তিনি।

অনু্ষ্ঠানটি আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সমকালের ফেসবুক পেইজ ও ওয়েব সাইটে সরাসরি দেখতে পাবেন দর্শকরা। অনুষ্ঠানটি  উপস্থাপনা করবেন জুম্মাতুল বিদা।  

আরও পড়ুন

×