ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ছেলের জেলবন্দি সময় নিজেকে যেভাবে সামলেছেন শাহরুখ

ছেলের জেলবন্দি সময় নিজেকে যেভাবে সামলেছেন শাহরুখ

শাহরুখ খান ও আরিয়ান খান। ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩ | ০৩:৪৩ | আপডেট: ১৮ মার্চ ২০২৩ | ০৪:৫৮

২০২১ সালের অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে প্রমোদতরী ‘কর্ডেলিয়া’য় মাদক গ্রহণের অভিযোগে গ্রেপ্তার হন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা ওই প্রমোদতরীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আরিয়ানকে। সেই সময় প্রায় মাস খানেক জেলবন্দি থাকতে হয় বলিউড বাদশার ছেলেকে। 

নানা রকম আইনি জটিলতা, রাতের পর রাত চোখের পাতা এক করতে পারেননি মা গৌরী খান। শাহরুখ সেই সময়টা খুব একটা ভাল যায়নি। জেল হেফাজত, উকিল, আদালত— সব মিলিয়ে ঝড় উঠেছিল খান পরিবারে। কালের নিয়মে সব মিটে গিয়ে আবারও নতুন ভাবে জীবন শুরু করেছেন আরিয়ান। কিন্তু ওই কঠিন সময়টা কিভাবে পার করলেন তাঁর পরিবার? বছর পার করে মুখ খুললেন শাহরুখ ঘনিষ্ঠ।

সম্প্রতি কানাডার একটি রেডিও স্টেশনে সাক্ষাৎকার দেন শাহরুখের বন্ধু বিবেক ভাসওয়ানি। তাঁকে অভিনেতার জীবনের সেই কঠিন সময় প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'কঠিন সময় সম্মান বাঁচিয়ে ও সুন্দর ভাবে পরিস্থিতি সামাল দিয়েছিল।' 

যখন আরিয়ান জেলে ছিলেন, তখন এক প্রকার মুখে কুলুপ এঁটে ছিলেন শাহরুখ, গৌরী এবং সুহানা। অনেকেরই কৌতূহল ছিল সেই সময় কেন মুখ খোলেননি অভিনেতা? এ বার অভিনেতার বন্ধুর স্পষ্ট উত্তর, 'তাঁর কোনও বিবৃতি বা মন্তব্যের মাধ্যমে পরিস্থিতি আরও জটিলতর করে তুলতে চাননি শাহরুখ। এই কারণেই মৌনতাই ছিল কঠিন সময়ে শাহরুখের পরিবারের মূল মন্ত্র।'

আরও পড়ুন

×