বঙ্গবাজারের পোড়া লুঙ্গি লাখ টাকায় কিনলেন তাহসান

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ১০:০২ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ | ১১:০৪
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে কোটিপতি থেকে নিঃস্ব হয়ে গেছেন। ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। তিনি বঙ্গবাজারে পুড়ে লুঙ্গি এক লাখ টাকায় কিন নিয়েছেন।
স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ফান্ড সংগ্রহ করছে। পোড়া লুঙ্গি কিনে ওই তহবিলে সহায়তা প্রদান করলেন অভিনেতা তাহসান। বিদ্যানন্দ বিষয়টি তাদের ফেসবুক পেজে জানিয়েছে।
বিদ্যানন্দের পোস্টে বলা হয়েছে, 'অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়। বঙ্গবাজারের কাপড়ে বড় হইছি। আর তাঁদের বিপদে একটা কাপড় কিনতে পারব না?
বিদ্যানন্দ বলছে, নগদ এক কোটি টাকা তুলে দিতে চাই ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।