ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সিনেপ্লেক্সে টিকিট সঙ্কট, ছবিতে দেখুন ‘পাঠান’ উন্মাদনা

সিনেপ্লেক্সে টিকিট সঙ্কট, ছবিতে দেখুন ‘পাঠান’ উন্মাদনা

স্টার সিনেপ্লেক্সে ‘পাঠান’ দেখতে দর্শকদের ভিড়

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩ | ১১:৪৭ | আপডেট: ১৩ মে ২০২৩ | ০৬:৪৪

শুক্রবার বাংলাদেশের ৪১ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। প্রথমে দিনেই ছবিটি দেখতে ঢাকার স্টার সিনেপ্লেক্সে  দর্শকদের ঢল নেমেছে। ফয়সাল সিদ্দিক কাব্যর তোলা ছবিতে দেখুন দর্শকদের ভিড়ের চিত্র-

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, সিনেপ্লেক্সের ৭ ব্রাঞ্চে শুক্রবার থেকে ৩৪টি করে শো পেয়েছে ‘পাঠান’।
বিকেলে সিনেপ্লেক্সের বসুন্ধরা ব্রাঞ্চে গিয়ে দেখা যায়, দলে দলে মানুষ পাঠান দেখতে আসছেন। দীর্ঘলাইন দিয়ে সিনেমা হলে ঢুকছেন।
সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, প্রথম দুইদিনের টিকেট শেষ। রোববারের টিকেটও অর্ধেক শেষ। ঈদে বাংলাদেশের ছবিগুলো ভালো চলার পর ‘পাঠান’ আবার দর্শকদের হলমুখী করেছে।

টিকেট না পেয়ে অনেক দর্শকদের হতাশ হয়ে ফিরে যেতেও দেখা গেল।
শাহরুখ খানের বাংলাদেশে একাধিক ফ্যান ক্লাব আছে। সেই ভক্তরাও জড়ো হয়েছে  টি-শার্টে ‘পাঠান’ পোস্টার লাগিয়ে সিনেপ্লেক্সে সিনেমাটি দেখতে এসেছে।
‘বাংলাদেশের ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামে একটি ফ্যান ক্লাব শুক্রবার সিনেপ্লেক্সের ফার্স্টডে ফার্স্টশো’র আয়োজন করে। ৭০ জন শাহরুখ ভক্ত প্রথমদিন ১১টা ২০ মিনিট-এর শো দেখেছে। 
তারা জানান, ২০১৬ সাল থেকে ফ্যান ক্লাবটি বাংলাদেশ থেকে পরিচালনা করছেন শাহরুখ খানের ভক্তরা।

আরও পড়ুন

×