ইমন-মমর ‘স্ক্রিপ্ট রাইটার’

টেলিছবির দৃশ্যে ইমন ও জাকিয়া বারী মম
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৭ জুন ২০২৩ | ১৬:৩৮
সর্বশেষ পাঁচ বছর আগে একটি নাটকে অভিনয় করেছেন মামনুন ইমন ও জাকিয়া বারী মম। দীর্ঘদিন পর এবার ঈদের টেলিছবিতে এ জুটিকে দেখা যাবে। নাম ‘স্ক্রিপ্ট রাইটার’।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে। ইমন বলেন, ‘টেলিছবিটি নির্মিত হয়েছে একজন চিত্রনাট্যকারের গল্প নিয়ে। গল্প ও চরিত্র মিলে এটি দর্শকের ভালো লাগবে– এ আশা করাই যায়।’
মম বলেন, “ইমনের সঙ্গে বেশ বিরতির পর অভিনয় করেছি। শুধু সহশিল্পী নয়, সে আমার কাছের বন্ধুও। ‘স্ক্রিপ রাইটার’ টেলিছবিতে আমাদের রসায়ন জমেছে বেশ। এটুকু বলতে পারি, দর্শকের টেলিছবিটি পছন্দ হবে।”
ইজাজ আহমেদ মিলনের গল্প অবলম্বনে এবং মিজানুর রহমান বেলালের চিত্রনাট্যে টেলিছবিটি পরিচালনা করেছেন আনিসুর রহমান।
টেলিছবিটি ঈদে চ্যানেল আইতে প্রচার হবে বলে জানান নিমার্তা।