হুইল চেয়ারে ১৫ বছর, মারা গেলেন সাদি ও শিবলী মোহাম্মদের মা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ | ১০:৩৩ | আপডেট: ০৮ জুলাই ২০২৩ | ১০:৪৯
কণ্ঠশিল্পী সাদি মহম্মদ ও নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদের মা জেবুন্নেছা সলিমউল্লাহ মারা গেছেন। শনিবার ভোররাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত নানা কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি বীর মুক্তিযোদ্ধা শহীদ সলিমউল্লাহর অর্ধাঙ্গিনী ছিলেন।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেন মৃতার পুত্র রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ। তিনি বলেন, ‘মা গত ১৫ বছর ধরে হুইল চেয়ারে বসেই স্বাভাবিক জীবন পার করছিলেন। এই মা আমাদের ১০ ভাই-বোনকে একা মানুষ করেছেন। সেলাই মেশিন চালিয়ে আমাদের ভাত খাইয়েছেন, পড়াশুনা করিয়েছেন। এই মা ছিলো আমার কাছে অন্তহীন আকাশ। যে আকাশে আমি পাখা মেলে দিতাম পাখির মতো। সেই আকাশটা আজ থেকে আর নেই। সবার আমার মায়ের জন্য দোয়া করবেন।’
রোববার আসর মোহাম্মদপুর কবরস্থানে জেবুন্নেছা সলিমউল্লাহর জানাজা ও দাফন হবে।
কণ্ঠশিল্পী শিল্পী সাদি মহম্মদ ও নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদদের ১০ ভাই বোনের মধ্যে তিনজন মায়ের আগে মারা গেলেও, এখনও রয়েছেন সাত ভাই-বোন ও অসংখ্য স্বজন। মূলত তাদের অপেক্ষায় রবিবার দাফনের সিদ্ধান্ত নিয়েছেন সাদি-শিবলী পরিবার।
সাদি মহম্মদ জানান, তার মা ৭১ সালের ২৬ মার্চের সেই ভয়াল রাতে হানাদার বাহিনীর হাত থেকে বাঁচার জন্য মোহাম্মদপুরের তাজমহল রোডের বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়েন। সেদিন থেকে দুটো পা ভেঙে অকেজো হয়। এরপর লম্বা সময় ক্র্যাচ এবং শেষ ১৫ বছর হুইলচেয়ারে জীবন কাটিয়েছেন, একই বাড়িতে।
ধনাঢ্য ও রাজনৈতিক ব্যক্তি ছিলেন সাদি-শিবলী মোহাম্মদের বাবা। ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা তাদের মোহাম্মদপুরের বাড়ি পুড়িয়ে দিয়ে বাবাকে হত্যা করে। এরপর থেকে একাই দশ সন্তানকে মানুষ করেছেন জেবুন্নেছা সলিমউল্লাহ।