ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কড়াইল বস্তিতে স্লোগান দিয়ে নৌকায় ভোট চাইলেন ফেরদৌস

কড়াইল বস্তিতে স্লোগান দিয়ে নৌকায় ভোট চাইলেন ফেরদৌস

কড়াইল বস্তিতে নৌকার প্রচারণায় ফেরদৌস

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩ | ১৩:৫১ | আপডেট: ১৩ জুলাই ২০২৩ | ১৩:৫৭

চিত্রনায়ক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছিলেন চিত্রনায়ক ফেরদৌস। কিন্তু দল তাকে মনোনয়ন না দিলেও দিয়েছেন মোহাম্মদ এ আরাফাতকে। আওয়ামী লীগের মনোনীত এই প্রার্থীর পক্ষেই এবার প্রচারণায় নেমেছেন ঢাকাই ছবির জনপ্রিয় এই অভিনেতা। 

বৃহস্পতিবার রাজধানীর কড়াইল বস্তিতে প্রচারণা চালাতে দেখা গেলো ফেরদৌসকে।  তিনি এছাড়াও সংস্কৃতিজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, অভিনেত্রী তারিনও উপস্থিত ছিলেন। তারকাদের দেখে এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন বস্তিবাসী।  তাদের নিয়ে নৌকার স্লোগান তুলে নৌকার পক্ষে ভোট চান ফেরদৌসসহ অন্যরা। 

চারদিকে নৌকার জয় অব্যাহত থাকবে মন্তব্য করে এ সময়  ফেরদৌস বলেন, ‘এখানে এসে দেখলাম সবাই খুব আনন্দের মধ্যে আছে। আমারা ভোটারদের বোঝাতে যাচ্ছি- প্রত্যেকের ভোট অনেক গুরুত্বপূর্ণ। সবাই যেন ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আরাফাত ভাই তথা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করেন। এখানকার মানুষের উল্লাস দেখে মনেই হচ্ছে নৌকার জয় অব্যাহত থাকবে।’

এর আগে যশোর-৩ সদর আসন থেকেও মনোনয়ন চেয়ে পাননি ফেরদৌস। পাননি ঢাকা-১৭ আসনের মনোনয়ন। তবুও কোনো অভিমান বা কষ্ট নেই তার। দলের সিদ্ধান্তকেই তিনি সাদরে গ্রহণ করেছেন। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মোহাম্মদ এ আরাফাতের পক্ষে প্রচারণায় নেমে সেটারই প্রমাণ করলেন এই নায়ক। 

এফবি/এএম


আরও পড়ুন

×