ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ওটিটি কন্টেন্টে অশ্লীলতা ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে ভারত

ওটিটি কন্টেন্টে অশ্লীলতা ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে ভারত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩ | ১৪:০৯ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ০৭:২০

ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিরগুলোর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ‘পুরুষতান্ত্রিক’, ‘স্বজনপ্রীতি’ অভিযোগ ছিলো আগে থেকেই। বিষয়গুলো নিয়ে আগে থেকেই মুখ খুলেছিলেন বহু তারকা। এখনো কথা বলতে দেখা যায় তারকাদের। এই সে দিনের কথা ‘স্বজনপ্রীতি’ নিয়ে কথা বলেছেন খোদ প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়া প্রযুক্তির বিকাশের সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে ওটিটি। ভারতের সিনেমা সমালোচকরা এই প্ল্যাটফমর্কে  ‘অশ্লীলতার কারখানা’ বলেও মন্তব্য করছেন।

এই তো গত মার্চে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ওটিটি প্ল্যাটফর্মে সৃজনশীলতার নামে অশ্লীল ভাষা সহ্য করা হবে না।

তবে ওটিটিতে অশ্লীলতা রুখতে পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। বিষয়টি নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

প্রচারের আগেই নেটফ্লিক্স, ডিজনিসহ অন্য ওটিটি প্ল্যাটফর্মগুলোতে স্বাধীনভাবে কনটেন্ট খতিয়ে দেখতে বলেছে ভারত সরকার। মূলত ওটিটির কনটেন্টে অশ্লীলতা ও সহিংসতা রুখতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ভারত সরকারের বিভিন্ন নথি ও সূত্র থেকে পাওয়া খবর নিয়ে এ বিষয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স।

ভারতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর জন্য সেন্সর সনদের প্রয়োজন হলেও ওটিটির কনটেন্টের জন্য সেটার প্রয়োজন হয় না। ফলে নগ্নতা ছড়াতে বাধা দেওয়ার কোন সুযোগই নেই।

গত ২০ জুন ওটিটি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আলোচনায় বসে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নেটফ্লিক্স, অ্যামাজন, ডিজনি, রিলায়েন্স, ভায়াকম–১৮ ও অ্যাপল টিভির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ আলোচনায় প্রচারের আগে কনটেন্ট স্বাধীনভাবে খতিয়ে দেখতে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে প্রস্তাব দেওয়া হয়।

স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো জানিয়েছে, অ্যাপ যেন মা–বাবা নিয়ন্ত্রণ করতে পারেন, সে বিষয়ে আরও বেশি জোর দেবে তারা। পাশাপাশি আন্তর্জাতিক কনটেন্ট যোগ করার সময় আরও বেশি সতর্ক থাকবে। 

প্ল্যাটফর্মগুলোর আশঙ্কা, সরকারের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।

এফবি/এএম

আরও পড়ুন

×