ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মাননায় বুলবুল মহলানবীশকে বিদায়

শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মাননায় বুলবুল মহলানবীশকে বিদায়

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১৩:০৫ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ | ১৩:০৫

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও প্রখ্যাত সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ গত শুক্রবার (১৪ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ (১৭ জুলাই) রাষ্ট্রীয় সম্মান ও ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয় তাকে।  

বুলবুল মহলানবীশের ছেলে বিদেশে থাকায় মরদেহ হিমঘরে রাখা হয়। সেখান থেকে আজ সকালে বুলবুল মহলানবীশের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য  কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। পরে দুপুর ১২টা পর্যন্ত তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে রাখা হয়। এ সময় তাকে স্মরণ করে স্মৃতিচারণ করেন সংস্কৃতি অঙ্গনের অগ্রজ এবং তার সহযোদ্ধারা।

কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশের মরদেহে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে ঢাকা জেলা প্রশাসন। পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়। এ সময় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং শোক বইয়ে সাক্ষর করেন উপস্থিত অনেকে। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হয়।

এই শিল্পীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছে–ঋষিজ শিল্পী গোষ্ঠী, সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ-ভারত মৈত্রী, কচি-কাঁচার মেলা, সেক্টরস কমান্ডার ফোরামের কেন্দ্রীয় নারী কমিটি, গণসংগীত সমন্বয় পরিষদ, থিয়েটার ৫২, মহিলা পরিষদ, ছায়ানট, উদীচী শিল্পী গোষ্ঠী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, স্বনন, বাংলা একাডেমি, মুক্তিযুদ্ধ জাদুঘর, নবান্ন উদযাপন পর্ষদ, আবৃত্তি সমন্বয় পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ছাত্র ইউনিয়ন।

এ ছাড়া আবুল বারক আলভী, নাসির উদ্দীন ইউসুফ, রামেন্দু মজুমদার, আশরাফুল আলম, সৈয়দ আনোয়ার হোসেন, শাহীন সামাদ, সাংবাদিক আবেদ খানসহ অনেকে গুণী এই শিল্পীকে ব্যক্তিগতভাবেও শ্রদ্ধা জানান।

আরও পড়ুন

×