নাম ভাঙিয়ে প্রতারণা, আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সালমান খানের

সালমান খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ | ১০:২৯ | আপডেট: ১৮ জুলাই ২০২৩ | ১০:৩৯
অভিনেতার পাশাপাশি সালমান খান একজন প্রযোজকও। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নিয়মিত সিনেমা নির্মিত হয়। তাই মাঝেমধ্যেই শিল্পী-কলাকুশলী খোঁজেন তিনি। এবার সেই প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে শুরু হয়েছে প্রতারণা। ফলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলিউড ভাইজান। সোস্যাল মিডিয়ায় এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান এ বিবৃতি প্রকাশ করেন। সেখানে জানানো হয়, সালমানের নাম ব্যবহার করে একটি চক্র বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। চক্রটি মূলত সালমান খান ও তার প্রযোজনা সংস্থার নাম ব্যবহার করে নতুন সিনেমার জন্য শিল্পী নির্বাচনের কাজ চালাচ্ছে। যা খুব ভয়াবহ ঘটনা।’
বিবৃতিতে আরও বলা হয, ‘আমি পরিষ্কারভাবে জানাচ্ছি যে, এই মুহূর্তে সালমান খান অথবা সালমান খান ফিল্মস কোনো সিনেমার জন্য কাস্টিং ( শিল্পী বাছাই) করছে না।’

এই মুহূর্তে ‘বিগ বস ওটিটি’ এবং ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। অন্য কোনো সিনেমায় এই মুহূর্তে কাজ করছেন না এ অভিনেতা। তার প্রযোজনা সংস্থা থেকেও নতুন কোনো সিনেমা তৈরির ঘোষণা দেননি তিনি।
- বিষয় :
- সালমান খান
- বলিউড
- এসকে ফিল্মস
- টাইগার থ্রি