ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বেবিবাম্প নিয়ে ইন্দোনেশিয়ায় শুভশ্রী, সঙ্গে রাজ

বেবিবাম্প নিয়ে ইন্দোনেশিয়ায় শুভশ্রী, সঙ্গে রাজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ | ১৪:২৩ | আপডেট: ১৮ জুলাই ২০২৩ | ১৪:২৫

আবারও মা হচ্ছেন কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। কদিন আগেই সুখবরটি নিজেই জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি একদম সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শ মতো কাজও করছি।’

এরই মাঝে স্বামী পরিচালক রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে ইন্দোনেশিয়ায় উড়াল দিয়েছেন এই নায়িকা। সেখানে সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ছবিতে শুভশ্রী দেখা মিলেছে খোলামেলা রূপেই। ভক্তদের চোখ এড়ায়নি নায়িকার বেবিবাম্প।  সবাই তার পরিবারের নতুন সদস্যর আগমনের খবরে শুভকামনা জানাচ্ছেন।

শুভশ্রী গাঙ্গুলি

দ্বিতীয়বার মা হওয়ার পর কী কাজ থেকে বিরতি নেবেন? এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, কাজের ব্যাপারে আমি খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই। যে অফার আসে, সেটাই গ্রহণ করি না, তার সঙ্গে প্রেগন্যান্সির যোগ নেই। আমার হাতে বেশ কিছু অফার রয়েছে, এসব কাজ পরের বছর শুরু হবে। চিকৎসকের দেওয়া তথ্য মতে, আমার সন্তান প্রসবের তারিখ ডিসেম্বরে। যতদিন সম্ভব হবে কাজ করব, তারপর বিরতি। কারণ ডেলিভারির পর সুস্থ হতে শরীরকে সময় দিতে হবে।

টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন এই অভিনেত্রী। ওই বছরেই মে মাসে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘরে জন্ম নেয় ছেলে ইউভান। যার বয়স এখন ২ বছর ৯ মাস।

আরও পড়ুন

×