ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

৮ ব্যান্ডের ‘দি আলটিমেট রক ফেস্ট’, দেওয়া হবে সবুজ ঢাকার বার্তা

৮ ব্যান্ডের ‘দি আলটিমেট রক ফেস্ট’, দেওয়া হবে সবুজ ঢাকার বার্তা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ | ১৮:০০

গত কয়েক মাসে দেশীয় ব্যান্ডগুলো আরও সক্রিয় হয়ে উঠেছে। নতুন গান প্রকাশের পাশাপাশি অংশ নিচ্ছে একের পর এক কনসার্টে। আয়োজকরাও রীতিমতো ব্যান্ডগুলোকে নিয়ে নানা ধরনের উৎসবের আয়োজন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ২৮ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি রক উৎসব।

শিরোনাম ‘দি আলটিমেট রক ফেস্ট’। যেখানে থাকছে দেশের ৮টি জনপ্রিয় রক ঘরানার ব্যান্ডের পরিবেশনা।

সে তালিকায় আছে– ‘অর্থহীন’, ‘ওয়ারফেজ’, ‘শিরোনামহীন’, ‘অ্যাসেজ’, ‘অ্যাভয়েড রাফা’, ‘ব্লু জিনস’, ‘আপেক্ষিক’ ও ‘এসেইস’। সবুজ ঢাকা গড়ার প্রত্যয় নিয়ে এই রক উৎসবের আয়োজন করেছে ‘ওপলি’।

আয়োজকরা জানান, ‘গো গ্রিন ঢাকা সিটি’– স্লোগান নিয়ে এই রক উৎসবের আয়োজন। রকপ্রেমীদের সংগীত পিপাসা মেটানোর পাশাপাশি রাজধানী ঢাকাকে আরও প্রাকৃতিক সবুজে ভরিয়ে দেওয়ার উৎসাহ জোগাতেই তাদের এই আয়োজন।

তারা আরও জানান, ২৮ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের [আইসিসিবি] চার নম্বর হলে অনুষ্ঠিত হবে ‘দি আলটিমেট রক ফেস্ট’, যা দর্শক-শ্রোতাদের কাছে স্মরণীয় করে রাখার সব রকম চেষ্টা থাকছে তাদের।

আরও পড়ুন

×