পেছালো ‘দ্য আল্টিমেট রক ফেস্ট ২০২৩’

অল্প টান দিলেই উঠে আসছে সড়কের কার্পেটিং। ছবি-সমকাল
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩ | ১৩:১১ | আপডেট: ২৭ জুলাই ২০২৩ | ১৩:১১
সবুজ ঢাকা গড়ার প্রত্যয়ে আগামীকাল (শুক্রবার) বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল দেশের ব্র্যান্ডিং কোম্পানি ওপলি। সে অনুযায়ী টিকেটও বিক্রি করেছিল তারা। বর্তমান সময়ের জনপ্রিয় আট ব্যান্ডের এ কনসার্টে পারফর্ম করার কথা ছিল। দেশের বড় দুই রাজনৈতিক দল তাদের কর্মসূচি এক দিন পিছিয়ে শুক্রবার সমাবেশ করার ঘোষণা দেওয়ায় স্থগিত করা হয়েছে এ দিনের ‘দ্য আল্টিমেট রক ফেস্ট ২০২৩’। সাময়িক স্থগিত করা হলেও কনসার্টটি এখনও বাতিল হয়নি বলে জানিয়েছেন আয়োজকরা।
বুধবার রাত পৌনে ১টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে কনসার্ট স্থগিতের কথা জানায় তারা।
ওপলির কর্মকর্তা আবির সাদাফ বলেন, ‘কনসার্ট আয়োজনের জন্য আমাদের সব রকম প্রস্তুতি ছিল। শেষ মুহূর্তে শিল্পী এবং দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এটি স্থগিত করা হয়েছে। আমরা কনভেনশন সেন্টারের সঙ্গেও কথা বলেছি, তাদের অনুরোধ করেছি আরেকটি তারিখে আমাদের ভেন্যু বরাদ্দ দিতে। নতুন তারিখ পেলে আমরা আবার সবাইকে জানাব। সবকিছু ঠিকঠাক থাকলে কনসার্টটি সেপ্টেম্বরে হতে পারে।’
কনসার্টের জন্য যারা টিকেট কিনেছিলেন, তাদের টিকেটের দাম সাত কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
প্রসঙ্গত, ‘দ্য আল্টিমেট রক ফেস্ট ২০২৩’-এ গান পরিবেশন করার কথা ছিল অর্থহীন, ওয়ারফেজ, শিরোনামহীন, অ্যাশেজ, এভয়েডরাফা, ব্লু জিনস, আপেক্ষিক ও এসেইসকেভ-এর মতো ব্যান্ড দলগুলোর।