তামান্নার আংটি রহস্য

তামান্না ভাটিয়া
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ১৮:০০
বেশ কিছুদিন ধরে তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। এবার সেই গুঞ্জনের পালে জোর হাওয়া লাগল একটি আংটি ঘিরে, যে আংটি সম্প্রতি দেখা গেছে দক্ষিণ ভারতের আলোচিত অভিনেত্রী তামান্নার আঙুলে।
যা দেখে বিজয়ের সঙ্গে তামান্না বাগদান সেরে ফেলেছেন বলে গুঞ্জন যখন ক্রমে বেড়ে চলেছে, ঠিক তখনই ইতি টেনেছেন বিজয় ও তামান্না। ফাঁস করে দিয়েছেন আংটি রহস্য।

এদিকে আংটি রহস্য ফাঁস হলেও থেমে নেই তামান্না-বিজয়ের প্রেমের গুঞ্জন। তাই অনেকে এখন প্রহর গুনছেন এ দুই তারকার বিয়ের সানাই বেজে ওঠার। কিন্তু এ দুই শিল্পী কোনো দিকে কান না দিয়ে ব্যস্ত নিজেদের কাজে।
শিগগির মুক্তি পাবে তামান্নার নতুন ছবি ‘জেলার’। যেখানে তাঁর বিপরীতে থাকছেন মেগাস্টার রজনীকান্ত।
- বিষয় :
- তামান্না ভাটিয়া
- বিজয় ভার্মা
- আংটি