‘দর্শক নাম জানেন না, কিন্তু আমার সিনেমা দেখলেন লাইনে দাঁড়িয়ে’

সাইমন সাদিক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ১১:১৯ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ১১:৪৬
ঢাকার পরিচিত নায়ক সাইমন সাদিক। কিন্তু কলকাতার দর্শকদের কাছে খুব একটা পরিচিতি নেই তার। পরিচিতি পাবার কথাও না। সেখানের কোনো সিনেমায় তো তিনি অভিনয় করেননি। করেননি দুই বাংলার যৌথ প্রযোজিত কোনো সিনেমাতেও। সেই সাইমনকে পেয়ে কলকাতার দর্শকরা যে উচ্ছ্বাস দেখালেন তাতে আবেগাপ্লুত হয়ে পড়লেন সাইমন।
নিজের সিনেমা ‘লাল শাড়ি’ নিয়ে প্রথমবারের মত সাইমন গিয়েছিলেন কলকাতায় ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে। উৎসবের দ্বিতীয় দিন ছবিটি দেখানো হয় নন্দনে। মঙ্গলবার বাংলাদেশের ফিরে কলকাতা উৎসব ও সিনেমার প্রদর্শনীর অভিজ্ঞতার কথা সমকালকে জানালেন এই নায়ক। বললেন, ‘কলকাতা সফরটা আমার জন্য অন্যরকম ছিল। চিন্তাই ছিল না এমন হতে পারে। সেখানে লাইন ধরে মানুষ সিনেমা দেখেছে। মজার বিষয় হল, বেশিরভাগ মানুষই আমার নাম জানেন না। তারা আমার নামের চেয়ে আমার চরিত্রটাকেই বেশি গুরুত্ব দিয়েছে। চরিত্রটি তাদের এতো ভাল লেগেছে যেটা সেখানে না থাকলে কেউ বুঝতে পারবে না।’
কলকাতা দর্শকদের এমন সাড়া পাওয়ায় মুগ্ধ এই নায়ক। জানালেন, তারা শিল্পীদের যে পরিমাণ সম্মান করেন তা কল্পনাতীত। শিল্পীদের উৎসাহ দেওয়ার ধরণটাই অন্যরকম। তারা শিল্পীদের অনেক বেশি কদর করতে জানে। যা সচরাচর দেখা যায় না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের একটি ভিডিও শেয়ার করেছিলেন সাইমন। তার কথায়, ‘ভিডিওটি একদম শেষের দিকে করা। এর আগে তো অনেক কিছু ঘটে গেছে। তারা আমার অভিনয়ে মুগ্ধ। কেউ মাথায় হাত বুলিয়ে দিয়েছে আর কেউ প্রণাম জানিয়েছে। সবাই বলেছে, আমি আমার চরিত্র থেকে সরে যাইনি। সেই বিষয়টিই তাদের বেশি ভাল লেগেছে।’
সাইমন জানান, শিল্পীদের প্রতি কলকাতার দর্শকদের যে আকাঙ্ক্ষা তা সত্যিই অবাক করার মত। তারা সিনেমাটাকে অনেক সম্মান করেন। তারা অনেক শিল্পমনা।
লালশাড়ি সিনেমায় সাইমনের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এই চলচ্চিত্রের শুটিংয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক। সরকারী অনুদানের পাশাপাশি অপু বিশ্বাস নিজের প্রযোজনা প্রতিষ্ঠান জয় অপু প্রডাকশনের ব্যানারে নির্মিত প্রথম ছবি ‘লাল শাড়ি’। সাইমন-অপু ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুদি দোয়েল প্রমুখ।
সাইমন সাদিক সম্প্রতি শেষ করেছেন ‘শেষ বাজি’ সিনেমার শুটিং। এছাড়া হাতে রয়েছে ‘মায়া-দ্যা লাভ’ ও ‘ফ্রিল্যান্সার’ সিনেমা।
- বিষয় :
- সাইমন সাদিক
- লাল শাড়ি
- শেষ বাজি
- মায়া
- ফ্রিল্যান্সার