কনসার্ট বহরের প্রত্যেক ট্রাকচালককে লাখ ডলার দিলেন টেইলর সুইফট

যুক্তরাষ্ট্রে সফলভাবে 'ইরাস ট্যুর' সমাপ্ত করেছেন টেইলর সুইফট - গেটি ইমেজেস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১২:৩৬ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ১২:৫৭
জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের সাম্প্রতিক 'ইরাস ট্যুর' সফলভাবেই শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রে এই ট্যুরের সফলতায় গায়িকাও আছেন ভীষণ খোশমেজাজে। আর তাইতো তার কনসার্টের বহরে থাকা ট্রাকগুলোর চালকসহ প্রত্যেক কর্মীকে এক লাখ ডলার বোনাস দিয়েছেন তিনি।
টেইলর সুইফটের কনসার্টের সরঞ্জাম পরিবহনে নিয়োজিত ডেনভার, কলারাডোভিত্তিক শোমোশন ট্রাকিং কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল শেরকেনবাকের বরাত দিয়ে বুধবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মাইকেল শেরকেনবাক জানিয়েছেন, ট্যুরের শেষ দিনে গত সোমবার রাতে ট্যুরে অংশ নেওয়া ট্রাকগুলোর প্রতিটি কর্মীকে এক লাখ ডলারের চেক দিয়েছেন টেইলর সুইফট।
তিনি জানান, টেইলর সুইফটের এই 'ইরাস ট্যুরে' তাঁর কোম্পানিসহ দুটি কোম্পানির ট্রাক ব্যবহৃত হয় এবং তাঁর কোম্পানি মূলত কনসার্টের স্টেজ ও কাঠামো পরিবহনের দায়িত্বে নিয়োজিত ছিল।

তবে তার কোম্পানির কতজন কর্মী ছয় অংকের বোনাস পেয়েছেন তা খোলাসা করেননি মাইকেল শেরকেনবাক। তিনি জানান, ট্যুরে ব্যবহৃত দুটি কোম্পানির ট্রাকগুলোতে ৫০ জনের কাছাকাছি কর্মী ছিল।
টেইলর সুইফটের দেওয়ার বোনাসের পরিমাণ সবার প্রত্যাশাকে ছাপিয়ে গেছে জানিয়ে শেরকেনবাক বলেন, 'সাধারণত প্রত্যেকে ৫ হাজার থেকে ১০ হাজার ডলার বোনাস পায়। তবে এবার তারা যে অংকের বোনাস পেয়েছে তা অবিশ্বাস্য।'
শুধু ট্রাকচালকরাই নন, নিজের ব্যান্ডের সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী-সহ গোটা দলের প্রত্যেক সদস্যকেই কিছু না কিছু উপহার দিয়েছেন সুইফট।
বোনাসের এই মোটা অংকের অর্থকে ট্রাকের কর্মীদের 'জীবন বদলে দেওয়ার' মতো অর্থ বলেও উল্লেখ করেন মাইকেল শেরকেনবাক।
ট্রাকের চালক ও কর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, এই পুরুষ ও নারী কর্মীরা রাস্তাতেই থাকে। তারা দিনের বেলায় ঘুমায়, আর রাতে কাজ করে। এটা খুব কঠিন কাজ। তারা সপ্তাহের পর সপ্তাহ ধরে তাদের পরিবার ও সন্তানদের কাছ থেকে দূরে থাকে। টেইলর সুইফটের ট্যুরে জন্য তারা ২৪ সপ্তাহ ধরে বাড়ির বাইরে রয়েছেন।