ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শমী কায়সার বললেন ‘মা আর নেই’

শমী কায়সার বললেন ‘মা আর নেই’

অধ্যাপক পান্না কায়সার ও তার মেয়ে শমী কায়সার। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩ | ০৬:১৭ | আপডেট: ০৪ আগস্ট ২০২৩ | ১৬:১২

দেশের নাট্যাঙ্গনের নন্দিত অভিনেত্রী শমী কায়সারের মা শহীদজায়া অধ্যাপক পান্না কায়সার মারা গেছেন। আজ শুক্রবার সকাল ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। 

সমকাল থেকে যোগাযোগ করা হলে কাঁদতে কাঁদতে শমী কায়সার বলেন, ‘মা আর নেই। একা হয়ে গেলাম।’

বরেণ্য লেখক-গবেষক, বুদ্ধিজীবী, শিশু-কিশোর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সার ছিলেন শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের সহধর্মিণী।

১৯৫০ সালের ২৫ মে তিনি জন্মগ্রহণ করেন। তার আরেক নাম সাইফুন্নাহার চৌধুরী। ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলা’র স্লোগানে পরিচালিত শিশু কিশোরদের সংগঠন খেলাঘর নিয়ে আজীবন সক্রিয় ছিলেন। এছাড়াও যুদ্ধাপরাধীদের বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

১৯৬৯ সালে শহীদুল্লা কায়সারের সঙ্গে তাঁর বিয়ে হয়। এর অল্প সময়ের ব্যবধানে তিনি স্বামীকে হারান। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর কিছু সদস্য শহীদুল্লা কায়সারকে তাঁর ২৯ বি কে গাঙ্গুলী লেনের বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফিরে আসেননি। পান্না কায়সার অসংখ্য লাশের মাঝে খুঁজে বেড়িয়েছেন স্বামীকে। কিন্তু তার কোনো খোঁজ পাননি।

এরপর ছোট্ট দু’সন্তানকে নিয়ে পাড়ি দেন দীর্ঘপথ। পেশা হিসেবে বেছে নিয়েছিলেন শিক্ষকতা। ১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগ থেকে তিনি সংসদ সদস্য হন। 

/এইচকে/ 

আরও পড়ুন

×