এখনো ঘোরের মধ্যে আছি, বাবা হওয়ার পর পলাশ

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ১২:৩৫ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ১২:৩৫
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ কয়েক দিন আগে বাবা হয়েছেন। সেই আনন্দের রেশ কাটেনি এখনও। এরই মধ্যে চলে এলো বিবাহবার্ষিকী। গত বছরের আগস্টে বিয়ে করেছিলেন নাফিসাকে।
যদিও সেটি ঘটা করে জানান দেননি। ডিসেম্বরে বিয়ের খবর জানালেও বলেছিলেন বিয়ের অনুষ্ঠান ফেব্রুয়ারিতে করবেন। ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি।
আজ ৫ আগস্ট বিবাহবার্ষিকীতে একসঙ্গে নিজের সব আবেগ প্রকাশ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেতা।
সামাজিক মাধ্যমে পলাশ বললেন, ‘দেখতে দেখতে একটা বছর কেটে গেল। গত বছরের এই দিনে আমরা এক হয়েছি সারাটা জীবন একসাথে থাকার স্বপ্ন নিয়ে। আজও আমরা এক সাথেই আছি, সাথে নতুন অতিথি! এর চেয়ে বড় উপহার একজন মানুষের জীবনে আর কী হতে পারে?’
সংসারজীবনে স্ত্রীর প্রশংসা করে পলাশ আরও বলেছেন, ‘এখনো মনে হয় আমি যেন ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছি। কী নিদারুণ যত্নে এই আমাকে, আমাদের সংসারকে আগলে রাখলে নাফিসা তুমি! আমার সকল অনিয়ম, অগোছাল সময়কে বিনাবাক্যে মেনে নিয়ে সব গুছিয়ে ফেললে তুমি।
আমি সত্যিই গর্বিত তোমার মতো একজন সৎমনের মানুষকে আমার জীবনে পেয়ে। কৃতজ্ঞ তোমার প্রতি।’ গত বছরের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ ও নাফিসা। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে দুজনের। পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ।
নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করে একই ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর করছেন তিনি। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। জানা গেছে, পলাশের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন নাফিসা রুম্মান মেহনাজ। পূর্বপরিচিত থাকায় পলাশ তার বাবা-মায়ের পছন্দেই নাফিসাকে বিয়ে করেন।
পলাশকে সর্বশেষ দেখা গেছে গেল ঈদুল আজহার দুটি নাটকে। ‘কিডনি’ ও ‘ফিমেল ৩’। ঈদের সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় এখন পর্যন্ত শীর্ষে রয়েছে নাটক দুটি। বর্তমানে বেশ কিছু প্রজেক্ট হাতে রয়েছে এই অভিনেতার।
- বিষয় :
- জিয়াউল হক পলাশ
- অভিনেতা
- কাবিলা