ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডিবি কার্যালয়ে খাবার খেলেন অপু, বললেন বুলিং জীবনকে বাধাগ্রস্ত করছে

ডিবি কার্যালয়ে খাবার খেলেন অপু, বললেন বুলিং জীবনকে বাধাগ্রস্ত করছে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩ | ১২:৪৮ | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ | ১৬:২৩

‘কারণে-অকারণে ভিউয়ার্স বাড়ানোর আশায় সাইবার বুলিং করা হচ্ছে। সাইবার বুলিং মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে, এটা কারো কাম্য নয়। কারণ বেলা শেষে আমরা সবাই পরিবারে বসবাস করি।’ ডিবি কার্যালয়ে গিয়ে অপু বিশ্বাস কথাগুলো বলেন। 

রোববার  নিজের নির্মিত ছবির পাইরেসি এবং আপত্তিকর কনটেন্ট তৈরি করে সম্মানহানি করা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অভিযোগ করতে যান অপু বিশ্বাস।  এ সময় বিকেল সাড়ে ৩টার দিকে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হোন তিনি। 

অপু বিশ্বাস বলেন, আপনারা জানেন আমি একটি সিনেমা করেছি, নাম লাল শাড়ি। লাল শাড়ির পাইরেসিরোধ এবং ফেসবুকে আপত্তিকর কনটেন্ট তৈরির বিষয়ে অভিযোগ করেছি ডিবি কার্যালয়ে।

তিনি বলেন, লাল শাড়ি সিনেমাটির নির্মাতা আমি। এটি একটি অনুদানের ছবি। কয়েকদিন আগে সুড়ঙ্গ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়েছিল। পাইরেসির শিকার হয়ে চলচ্চিত্রটির টিম ডিবির কাছে এসেছিল। এরপর গোয়েন্দারা এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনেছে।

এই চিত্রনায়িকা বলেন, আমাদেরও পারিবারিক অবস্থান আছে। হয়ত আমি চিত্রনায়িকা কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের সামনে পড়তে হয়। আরও একটা কথা বলতে চাই, আমরা আর্টিস্টরা বিভিন্ন দেশে যাই। সেখানে দেশের প্রতিনিধিত্ব করি। সেটা নিয়ে বুলিং হলে আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।

অপু বিশ্বাস বলেন, সাইবার বুলিংয়ের কথা আমি ডিবিতে অবগত করতে এসেছি। আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। তবে কার বা কোন পেজের বিরুদ্ধে অভিযোগ তা এখনই বলতে চাইছি না। আমি তো অভিযোগ দিয়েছি। ডিবির সাইবার ক্রাইমে যারা আছেন, তারা আমাকে আশ্বস্ত করেছেন।

এর আগে ডিবি কার্যালয়ে আসার পর অপুর সঙ্গে দুপুরের খাবার খান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। এসময় খাবার টেবিলে তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন।

পরে হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন অপু বিশ্বাস।


আরও পড়ুন

×