ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হজে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাখি

হজে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাখি

ওমরাহ হজ করেছেন রাখি। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩ | ০০:৫২ | আপডেট: ৩০ আগস্ট ২০২৩ | ১০:৪০

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত ওমরাহ হজ করতে গিয়েছিলেন সৌদি আরবে। মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরিফের সামনে কাঁদতে দেখা গেল তাকে।

কয়েক মাস আগে মাকে হারিয়েছেন রাখি। স্বামী আদিলের সঙ্গ ত্যাগ করেছেন। এখন অনেকটাই একা তিনি। এমন সময় জীবনের প্রথম হজযাত্রা। সেখানে গিয়ে ফেললেন চোখের পানি। বিচার চাইলেন আল্লাহর কাছে। 

একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে কেঁদে কেঁদে বলছেন, ‘আল্লাহ, আমি কী করব? বলিউড তারকা হওয়ার স্বপ্নে আমাকে বিয়ে করেছে আদিল। আমার জীবন নষ্ট করেছে। আমি আমার প্রার্থনা জানাতে এসেছি, আপনি বিচার করুন।’

বিতর্ক রাখির জীবনের নিত্যসঙ্গী। তিনি নাকি বিতর্কের পিছু ধাওয়া করেন! প্রচারের থাকার জন্য যে কোনো পর্যায়ে নামতে পারেন বলে রাখিকে নিয়ে অভিযোগ তাঁর স্বামীর। 

ওমরাহ হজ করেছেন রাখি। ছবি: সংগৃহীত 

গত বছর চুপিসারে মাইসুরুর ব্যবসায়ী আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। যদিও চলতি বছরে বিয়ের কথা জানান অভিনেত্রী। বিয়ের সময় ইসলাম গ্রহণ করেন, রাখি থেকে হন ফাতিমা। কিন্তু মাস কয়েকের মধ্যেই অশান্তি। স্বামী আদিলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন। পারিবারিক সহিংসতার অভিযোগে জেলেও যেতে হয় রাখির স্বামীকে। জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধে অভিযোগের ঝুলি খুলে বসেছেন আদিল। 

জীবনে যখন এমন ঝড় বইছে, সেই সময় শান্তির খোঁজে হজে যান রাখি। পবিত্র মক্কায় গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বলিউডের ‘ড্রামা কুইন’।

ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি অভিযোগ করেন, আদিল তাঁকে বৈবাহিক ধর্ষণ করেছেন। বারবার স্বামীর বিকৃত ইচ্ছার শিকার হয়েছেন রাখি। শুধু কি তাই? রাখির নগ্ন ভিডিও বাইরে লাখ লাখ টাকায় বিক্রিও করেছেন আদিল। 

আরও পড়ুন

×