ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বুসান চলচ্চিত্র উৎসবের বাংলাদেশের তিন ছবি

বুসান চলচ্চিত্র উৎসবের বাংলাদেশের তিন ছবি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩ | ১১:১৪ | আপডেট: ৩০ আগস্ট ২০২৩ | ১৩:৫৫

এশিয়ার  সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসান চলচ্চিত্র উৎসব।  উৎসবের ২৮ তম  এই আয়োজনের  এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। এর মধ্যে নিউ কারেন্ট কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে দুই নতুন নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী ও বিপ্লব সরকারের সিনেমা। ইকবাল হোসাইনের ‘বলী’ (দ্য রেসলার) সিনেমায় সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন।

অন্যদিকে ‘আগন্তুক’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। এ ছাড়া এশিয়া থেকে প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের জন্য ‘জিসোক’ বিভাগে জায়গা করে নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

মূল প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী, দ্য রেসলার’ও  বিপ্লব সরকারের ‘আগন্তুক’। বুসান চলচ্চিত্র উৎসবের ২৮ বছরেরর ইতিহাসে এবারই প্রথম মুল প্রতিযোগিতা বিভাগ নিউ কারেন্টসে।

দুটি ছবি নিয়ে  আলোচনার পুরোভাগে বাংলাদেশ। বুসানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটিকে বলা হয়েছে বাংলাদেশের সিনেমা ইতিহাসের এক 'অবিস্মরণীয় মুহুর্ত' বা  মোমেন্টাম হিসেবে। 

এর আগে বুসানের মুল প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বীতা করা বাংলাদেশের একমাত্র ছবি ছিল -জালালের গল্প এবার মুল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ ছাড়াও আছে জাপান, ভারত ও থাইল্যান্ডের ছবি। 

দক্ষিন কোরিয়ার বুসান শহরে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই উৎসব।  আগামী ৮ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। 

এ বছর মুল প্রতিযোগিতা বিভাগ ছাড়াও কিম জিসুক এওয়ারড বিভাগে প্রদর্শিত হবে মোস্তফা সরয়ার ফারুকীর ছবি সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি।

আরও পড়ুন

×