ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নতুন ধারাবাহিকে তৌকীর আহমেদ

নতুন ধারাবাহিকে তৌকীর আহমেদ

তৌকীর আহমেদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১০:০১

টিভি ধারাবাহিকে নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদকে খুব একটা দেখা যায় না। এশিয়ান টিভিতে গতকাল প্রচার শুরু হয়েছে তাঁর অভিনীত নতুন ধারাবাহিক ‘হিট হট নিউজ টোয়েন্টিফোর ডটকম’।

এটি রচনা ও পরিচালনা করেছেন হামেদ হাসান নোমান। তৌকীর আহমেদ বলেন, ‘ধারাবাহিকের গল্প অসাধারণ। মিডিয়ার নানা ঘটনা রয়েছে গল্পে। বেশ আগে এর কাজ করেছিলাম। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।’

 তৌকীর ছাড়াও এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আনিসুর রহমান মিলন, নাদিয়া, আরফান, তারেক স্বপন, জামিল, জয়রাজ, সাজু খাদেমসহ অনেকে। জানা গেছে, প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিকটি।

আরও পড়ুন

×