ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হঠাৎ সানি দেওলের পার্টিতে হাজির শাহরুখ খান

হঠাৎ সানি দেওলের পার্টিতে হাজির শাহরুখ খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৩৭ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৩৩

চলতি বছরে বলিউডের অন্যতম সফল সিনেমা সানি দেওলের ‘গদার ২’। সিনেমাটি মুক্তির পর সানির ক্যারিয়ারে যেমন নতুন অধ্যায়ের সূচনা করেছে, তেমনি শাহরুখ খানের সঙ্গে তার ১৬ বছরের বিবাদও মিটিয়েছে। শনিবার রাতে ছিল এই সিনেমার সাকসেস পার্টি। সেই পার্টিতে হাজির হলেন বলিউড বাদশা শাহরুখ খান।

পার্টিতে শাহরুখ খান একটি ধূসর জ্যাকেট এবং কালো কার্গো প্যান্টের সঙ্গে নেভি ব্লু টি-শার্ট পরেছিলেন। পায়ে ছিল স্নিকার্স। চুল বাঁধা অবস্থায় দেখা গেছে অভিনেতাকে। সানিকে দেখা গেছে কালো টি-শার্ট, নীল ব্লেজার ও প্যান্টে।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে শাহরুখ এবং সানি দেওলকে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে।  ভিডিওটিতে দেখা যায়, দুই তারকা একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন এবং পাপারাৎসিদের দিকে তাকিয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন। পাপারাৎসিদের দিকে হাত নাড়িয়ে উড়ন্ত চুমুও ছুড়ে দেন দুজন।


এদিকে দুই তারকার দীর্ঘ ১৬ বছরের বিবাদ ভুলে একে অন্যের হাসিমুখে এক হওয়ায় দুজনের ভক্তরাই বেশ উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উভয় তারকার ভক্ত-অনুরাগীরা মন্তব্য করে শুভেচ্ছা জানাচ্ছেন।

শাহরুখ এবং সানি ১৯৯৩ সালে ‘ডর’ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছিলেন। এতে জুহি চাওলাও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এর পরে অভিনেতাদের মধ্যে দীর্ঘ দ্বন্দ্ব তৈরি হয় এবং ১৬ বছর ধরে একে অপরের সঙ্গে কথা বলেনি দুজন। তবে সম্প্রতি ‘গাদার ২’-এর সাফল্যে সানিকে অভিবাদন জানিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন শাহরুখ খান। সানিও পুরনো তিক্ততা ভুলে হাত ধরেন কিং খানের।


আরও পড়ুন

×