ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মাঠে খেলছিলেন মেসি, গ্যালারিতে ডিক্যাপ্রিও-সেলেনারা

মাঠে খেলছিলেন মেসি, গ্যালারিতে ডিক্যাপ্রিও-সেলেনারা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪৬ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪৬

বাংলাদেশ সময় সোমবার সকালে বিএমও স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেসের মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি। এদিন মেসিকে দেখতে মাঠে ছুটে এসেছেন বড় বড় তারকারা।

এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রিন্স হ্যারি, সেলেনা গোমেজ, লিওনার্দো ডিক্যাপ্রিও, লেব্রন জেমস, টম হল্যান্ড, জেমস হার্ডেন, জেরার্ড বাটলার, জেসন সুডেকিস, টাইগা ও ওয়েন উইলসনের মতো তারকারা। 

খেলা চলাকালীন জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের একটি মুহূর্তের ভিডিও এবং হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিওর আইসক্রিম খাওয়ার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

সেলেনা গোমেজ ফুটবলার লিওনেল মেসির ফ্যানগার্ল। ম্যাচের ৩৮ মিনিটে বক্সের ভেতর থেকে গোল করার চেষ্টা করেন মেসি। কিন্তু এলএম টেনকে দারুণভাবে রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। সেসময় সেলেনা গোমেজের প্রতিক্রিয়া ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। সেলেনা তখন তার উত্তেজনা ধরে রাখতে পারেননি। এ সময় সেলেনার সঙ্গে ছিলেন র‍্যাপার টাইগা।


আরও পড়ুন

×