ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আবারও ‘মিতিন মাসি’ কোয়েল

আবারও ‘মিতিন মাসি’ কোয়েল

কোয়েল মল্লিক

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৫০

পুরুষ গোয়েন্দার ভিড়ে প্রখ্যাত কথাশিল্পী সুচিত্রা ভট্টাচার্যের একমাত্র মহিলা গোয়েন্দা ‘প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়’ ওরফে ‘মিতিন মাসি’। ২০১৯-এর দুর্গাপূজায় তাকে প্রথম বড় পর্দায় এনেছিলেন পরিচালক অরিন্দম শীল।

‘মিতিন মাসি’ হয়েছিলেন কোয়েল মল্লিক। প্রথম ছবিতেই ক্যারাটে, জুজুৎসুর প্যাঁচে কোয়েল ধরাশায়ী করেছিলেন বিপক্ষদের। সেই টানটান উত্তেজনা ধরে রেখেই একই পরিচালক এবার নির্মাণ করেছেন ‘জঙ্গলে মিতিন মাসি’। সম্প্রতি প্রকাশ হওয়া ছবির ট্রেলারে বলতে শোনা যায় জনপ্রিয় ছড়া ‘হাতি নাচছে ঘোড়া নাচছে’র বদলে একজন বলছেন ‘হাতি মারছে বাঘ মারছে’ ...! এ ছড়া ‘মিতিন মাসি’র কানেও পৌঁছায়।

 তাই তিনি পণ করেন চোরাশিকারিদের কাছে থেকে বন্য প্রাণীদের রক্ষা করবেন। কোয়েল ছাড়াও ছবিতে দেখা যাবে শুভ্রজিৎ দত্ত, অসীম রায়চৌধুরী, হিয়া, অরিজিৎ দত্তসহ অনেককে। আরও একবার মারকাটারি অ্যাকশন দৃশ্যে দুরন্ত কোয়েল। জঙ্গলে পৌঁছে চোরাশিকারিদের ধরতে কখনও দুর্গম পথে হেঁটেছেন। কখনও পাহাড়ে চড়েছেন। একই সঙ্গে বন্দুকের সঙ্গে মোকাবিলাও করেছেন। কখনও তিনি শাড়িতে কমনীয়। কখনও শার্ট-প্যান্টে তরবারির মতোই ধারালো।

ট্রেলারের বিবরণীতে পরিচালকের লেখা ছড়া অন্য আমেজ ছড়িয়ে দিয়েছে। দুর্গাপূজায় ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে।

আরও পড়ুন

×